সদ্য সংবাদ
শান্ত বাদ, ওয়ানডে অধিনায়কে নতুন চমক

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রায় এক দশকের আন্তর্জাতিক অভিজ্ঞতা শেষে অবশেষে পূর্ণাঙ্গ নেতৃত্বের দায়িত্ব পেলেন মেহেদী হাসান মিরাজ। বয়সভিত্তিক ও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত অধিনায়কত্ব করা এই অলরাউন্ডার এবার জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে অভিষেক ঘটাতে যাচ্ছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বৃহস্পতিবার, ১২ জুন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, আগামী এক বছরের জন্য মিরাজকে ওয়ানডে দলের অধিনায়ক করা হয়েছে। জুলাই মাসে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজ দিয়ে শুরু হবে তার অধিনায়কত্বের নতুন অধ্যায়।
নেতৃত্ব পাওয়ার অনুভূতি জানিয়ে মিরাজ বলেন, দেশের প্রতিনিধিত্ব করা যেমন গর্বের, তেমনি দলকে নেতৃত্ব দেওয়া আরও বড় দায়িত্ব। তার ওপর যে আস্থা রাখা হয়েছে, তা যথাযথভাবে ফিরিয়ে দিতে প্রস্তুত বলেও জানান তিনি।
এর আগেও শান্তর অনুপস্থিতিতে অস্থায়ীভাবে দলের নেতৃত্ব দিয়েছেন মিরাজ। আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলের হাল ধরার সেই অভিজ্ঞতা এবার কাজে লাগবে পূর্ণ সময়ের অধিনায়ক হিসেবে। তবে এবারই প্রথম তিনি স্থায়ীভাবে এই গুরুদায়িত্ব পাচ্ছেন।
বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন, মিরাজের ধারাবাহিক পারফরম্যান্স, মানসিক দৃঢ়তা এবং দলের মধ্যে ইতিবাচক প্রভাব রাখার ক্ষমতার কারণেই তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। বোর্ড মনে করছে, ওয়ানডে দলে পরিবর্তনের এই সময়টায় নেতৃত্বের জন্য সবচেয়ে উপযুক্ত ব্যক্তি মিরাজই।
মাত্র ২৭ বছর বয়সেই জাতীয় দলের নেতৃত্বে উঠে এলেন এই নির্ভরযোগ্য অলরাউন্ডার। তার নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট দলে এখন নতুন সম্ভাবনা, নতুন স্বপ্ন। সমর্থকেরাও তাকিয়ে আছে সেই আলোর দিকেই।
– আশা/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, সর্বনিম্ন ৪ হাজার, সর্বোচ্চ ৭ হাজার ৮০০ টাকা
- মিটফোর্ডে সোহাগ হত্যার নতুন মোড়, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য!
- আজকের সোনার দাম: কোন ক্যারেটে কত
- নির্বাচন নিয়ে সিইসির সম্ভাব্য সময়সূচী
- নৃশংস সেই ঘটনায় জড়িতরা শনাক্ত, মিলল ২ জনের পরিচয়
- ধারের টাকা ফেরত পাচ্ছেন না, কাজে লাগান এই ৫টি কার্যকর কৌশল
- প্রকাশ্যে পাথর মারার ঘটনায় ছাত্রদল নেতা রবিনের দায় স্বীকার, যা জানা গেল
- পায়ের যে লক্ষণ দেখে বুঝবেন আপনার ডায়াবেটিস!
- বাংলাদেশের বাজারে আজ এক ভরি সোনার দাম কত
- তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নিয়ে বিএনপির নতুন প্রস্তাব
- সরকারি চাকুরেদের জন্য বিশাল সুখবর: উচ্চতর গ্রেড পেতে আর বাধা নেই!
- কাবার ওপর সূর্যের সরাসরি অবস্থান: বিরল ও তাৎপর্যপূর্ণ এক জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা
- সারা দেশে ১০ দিনের ঝড়-বৃষ্টির শঙ্কা!
- লাফিয়ে লাফিয়ে বাড়ল জ্বালানি তেলের দাম
- কবরস্থানের দাফন নয়, শেষমেশ নিজ বাড়ির উঠানেই এলেন আব্দুস সাত্তার!