সদ্য সংবাদ
অবসর ভেঙে দলে ফিরছেন মুশফিক-রিয়াদ
নিজস্ব প্রতিবেদক: টানা ব্যর্থতায় জর্জরিত বাংলাদেশ ক্রিকেট দল। ব্যাটিং-বোলিংয়ের অসংগতি, নেতৃত্বের অভাব এবং দলে অভিজ্ঞতার সংকট মিলিয়ে হতাশ ক্রিকেটভক্তরা। এমন দুঃসময়ে আলোচনায় উঠে এসেছে জাতীয় দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার—মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের সম্ভাব্য প্রত্যাবর্তন।
বিশ্বস্ত সূত্র বলছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনিযুক্ত সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দলের ভারসাম্য রক্ষায় অভিজ্ঞদের ফেরানোর বিষয়ে ইতিবাচক চিন্তা করছেন। বিশেষ করে মিডল অর্ডারে স্থিতিশীলতা আনতে মুশফিক ও রিয়াদের অভিজ্ঞতা কাজে লাগতে পারে বলেই তার ধারণা।
বোর্ডের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “দুজনই এখনও ফিট এবং ক্রিকেটের প্রতি নিবেদিত। প্রয়োজনে তারা জাতীয় দলে ফিরতে প্রস্তুত আছেন।”
সাম্প্রতিক সময়ে দলের ব্যাটিং অর্ডারে বারবার ভেঙে পড়া, ম্যাচ ফিনিশিংয়ে দুর্বলতা এবং নেতৃত্বের ঘাটতি স্পষ্ট। বিশ্লেষকদের মতে, মুশফিকের টেকসই ব্যাটিং ও রিয়াদের চাপ সামলানোর ক্ষমতা এই সংকটে দলকে কিছুটা স্বস্তি দিতে পারে।
মুশফিকুর রহিম ৮০’র বেশি টেস্ট ও ২০০’র বেশি ওয়ানডে খেলে বাংলাদেশের ইতিহাসে অন্যতম সফল ব্যাটসম্যান। অন্যদিকে মাহমুদউল্লাহ রিয়াদ বহুবার দলের ‘সাইলেন্ট ফিনিশার’ হিসেবে ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন। দুজনই এখনও নিয়মিত ঘরোয়া লিগ ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অংশ নিচ্ছেন এবং শারীরিকভাবে পুরোপুরি ফিট রয়েছেন।
যদিও জাতীয় দলে ফেরার ব্যাপারে তারা প্রকাশ্যে কিছু বলেননি, তবে ঘনিষ্ঠ মহলের বরাতে জানা যাচ্ছে—ফেরার জন্য মানসিকভাবে প্রস্তুত রয়েছেন দুই অভিজ্ঞ তারকা।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে এই গুঞ্জন নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অনেক সমর্থক মনে করছেন, দুঃসময়ে অভিজ্ঞদেরই সামনে এসে দলকে পথ দেখানো উচিত। মুশফিক ও রিয়াদ হতে পারেন দলের পুনর্জাগরণের মূল অনুপ্রেরণা।
তবে প্রশ্ন রয়ে গেছে—বোর্ড আসলেই কতটা এগোয় এই পরিকল্পনায়? আর সত্যি কি আমরা আবারও জাতীয় দলের জার্সিতে মুশফিক-রিয়াদকে দেখতে পাব?
সোহাগ/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- তারেক রহমানের নির্দেশে বিএনপির মনোনয়নে বড় রদবদল-তালিকা প্রকাশ, বাদ পড়লেন যারা
- পে স্কেল চূড়ান্ত? যা যা রয়েছে রিপোর্টে দেখুন এক নজরে
- বিএনপির প্রার্থী তালিকায় বড় চমক: হেভিওয়েটদের বাদ, নতুন মুখে ভরসা
- নবম জাতীয় পে স্কেল: গ্রেড কমছে, বেতন বাড়ছে দ্বিগুণ
- নবম পে-স্কেল: ২০ গ্রেড কমে ১৩ গ্রেড, সর্বোচ্চ বেতন ১.২৮ লাখ
- নতুন পে স্কেল: ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর
- ভয়াবহ ভূমিকম্প: জানুন কত মাত্রার-উৎপত্তি কোথায়?
- অবশেষে হাদির খু’নি ফয়সালের সর্বশেষ অবস্থান শনাক্ত-জানুন বিস্তারিত
- হাদিকে যে প্রস্তাব দিয়েছিল শু’টার ফয়সাল, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
- নবম পে স্কেলে বড় পরিবর্তন: ৩২ হাজার থেকে ১ লাখ ২৮ হাজার টাকা বেতন প্রস্তাব
- হাদির ওপর হামলাকারী ফয়সালকে নিয়ে ‘ভ’য়ংকর’ তথ্য দিল তার মা-বাবা
- ২০২৫ সালে বাংলাদেশের ১০ শীর্ষ ধনী: এক নজরে তাদের পরিচয়
- কনটেন্ট তৈরি করতে গিয়ে মেয়ের পাজামা খু’লে দেওয়া: যা জানা গেল
- স্বর্ণের দাম দেশে সর্বোচ্চ, প্রতি ভরিতে ৪,১৯৯ টাকা বৃদ্ধি
- হাদি হত্যাকাণ্ড: গ্রেপ্তার আরও একজন-মিলল বিস্ফোরক তথ্য