ঢাকা, সোমবার, ৩০ জুন ২০২৫, ১৬ আষাঢ় ১৪৩২

আব্দুস সাত্তার ও মেয়ে শেফা– আলোচিত ঘটনার নেপথ্যে উঠে এলো নতুন তথ্য

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ মে ১১ ১১:৫৭:২৫
আব্দুস সাত্তার ও মেয়ে শেফা– আলোচিত ঘটনার নেপথ্যে উঠে এলো নতুন তথ্য

নিজস্ব প্রতিবেদক; আব্দুস সাত্তার ও তার মেয়ে জান্নাত জাহান শেফাকে ঘিরে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনার রহস্য ঘনীভূত হচ্ছে আরও। এবার ভবনের কেয়ারটেকারের বক্তব্যে উঠে এসেছে একাধিক প্রশ্নবিদ্ধ তথ্য, যা তদন্তে নতুন মোড় দিতে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের।

কেয়ারটেকার জানান, “রাত আনুমানিক ৪টার দিকে সাবলেট ভাড়াটে আমাকে ফোন করে বলে, দরজা খুলছে না। মেয়েটি (শেফা) জানায়—পুলিশ আসার আগে দরজা খোলা হবে না। আমি ওপরে গিয়ে দেখি দরজায় লক। জিজ্ঞেস করি কী হয়েছে, তারা জানায়—পুলিশ আসবে, তখনই দরজা খোলা হবে। এরপর আমি নিচে নেমে যাই।”

পরে পুলিশ এসে ফ্ল্যাটের দরজা খুলে ফেলে এবং শেফা ও তার দুই নারী সঙ্গীকে হেফাজতে নেয়। এরপর থেকে ফ্ল্যাটটি ফাঁকা। কেয়ারটেকার জানান, প্রশাসন পরদিন এসে তালা লাগিয়ে চাবি নিয়ে যায়।

এই ঘটনার পেছনের পারিবারিক ইতিহাস আরও চাঞ্চল্যকর। জানা গেছে, ২০১৯ সালে আব্দুস সাত্তার বিয়ে করেন এক নারীকে, যার আগের ঘরের মেয়ে ছিলেন শেফা। সেই স্ত্রী মারা যাওয়ার পর শেফা তার সৎ বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন এবং ২০২২ সালে নাটোরে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

পরবর্তীতে উভয় পক্ষ পাল্টাপাল্টি মামলায় জড়িয়ে পড়ে। তদন্তকারীদের প্রাথমিক ধারণা, আব্দুস সাত্তারের করা চুরির মামলার জের ধরেই ঘটনার সূত্রপাত। আদালতে দেওয়া জবানবন্দিতে সাত্তার হত্যার দায় স্বীকার করেছেন বলেও জানা গেছে।

আইনশৃঙ্খলা বাহিনী বলছে, পুরো ঘটনার তদন্ত এখন চূড়ান্ত পর্যায়ে, এবং তারা প্রতিটি তথ্য খুঁটিয়ে যাচাই করছে।

আশা/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ