ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

২০২৫ সাল থেকে সৌদি আরবে বাড়ছে ভিসা ও আকামা ফি

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ এপ্রিল ২৯ ১৩:৪৮:০৩
২০২৫ সাল থেকে সৌদি আরবে বাড়ছে ভিসা ও আকামা ফি

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবে অবস্থানরত প্রবাসীদের জন্য ২০২৫ সাল শুরু হতে যাচ্ছে বড় একটি আর্থিক পরিবর্তনের মাধ্যমে। আগামী জানুয়ারি মাস থেকে দেশটিতে ভিসা, আকামা এবং বিভিন্ন সরকারি সেবার ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। একই সঙ্গে কার্যকর হতে যাচ্ছে কিছু নতুন নিয়ম, যা সরাসরি প্রবাসীদের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করবে।

যে ফি গুলো বাড়ছে:

- প্রবেশ ও বহির্গমন ভিসা: ১০৩.৫০ রিয়াল

- পাসপোর্ট তথ্য হালনাগাদ: ৬৯ রিয়াল

- ইকামা নবায়ন: ৫১.৭৫ রিয়াল

- চূড়ান্ত বহির্গমন ফি: ৭০ রিয়াল

- কর্মচারী রিপোর্ট ফি: ২৮.৭৫ রিয়াল

এই পরিবর্তিত ফি ২০২৫ সালের জানুয়ারির প্রথম দিন থেকে কার্যকর হবে। ফলে আকামা নবায়ন বা নতুন করে সৌদি আরবে প্রবেশের পরিকল্পনা করা প্রবাসীদের জন্য ব্যয় বাড়বে।

নতুন নিয়মে কড়াকড়ি:

প্রবাসী যদি ভিসার মেয়াদ শেষে নিখোঁজ হন, তাহলে যিনি তাকে সৌদি আরবে এনেছেন—ব্যক্তি হোক বা প্রতিষ্ঠান—তাকে ৭ দিনের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রিপোর্ট করতে হবে। নির্ধারিত সময়ের বাইরে রিপোর্ট গ্রহণযোগ্য হবে না, এবং প্রতিবেদন জমা দেওয়ার সুযোগ থাকবে কেবল একবারই।

প্রবাসীদের জন্য করণীয়:

- সময়মতো আকামা ও ভিসা নবায়ন করুন

- বাড়তি ফি ও নতুন নিয়ম সম্পর্কে আগেভাগেই জেনে প্রস্তুতি নিন

- ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন

- প্রশাসনিক জটিলতা এড়াতে নিয়মকানুন মেনে চলুন

সৌদি আরবে বসবাসরত লাখো প্রবাসীর ওপর এই পরিবর্তনগুলোর প্রত্যক্ষ প্রভাব পড়বে। তাই আগেভাগে সচেতনতা ও পরিকল্পিত পদক্ষেপই ভবিষ্যতের জটিলতা এড়াতে সহায়ক হবে।

– সিদ্দিকা/

ট্যাগ: সৌদি ভিসা

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ