ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

৩৩৪৯ দিন পর অবিশ্বাস্য রেকর্ড রিশাদ হোসেনের

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ এপ্রিল ১৭ ১০:৪০:৪৪
৩৩৪৯ দিন পর অবিশ্বাস্য রেকর্ড রিশাদ হোসেনের

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অভিষেকেই করে চলেছেন বিস্ময়। প্রথম দুই ম্যাচেই ৩টি করে উইকেট নিয়ে নজর কেড়েছেন সবাইকে। তার দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারস্বরূপ মাথায় উঠেছে ‘ফজল মাহমুদ ক্যাপ’—যা প্রতি মৌসুমে সর্বোচ্চ উইকেটশিকারী বোলারকে দেওয়া হয়।

তবে এখানেই থেমে নেই রিশাদের কীর্তি। তিনি ভেঙেছেন এক দীর্ঘ ৯ বছরের রেকর্ড! ঠিক ৩,৩৪৯ দিন পর, পিএসএলের ইতিহাসে আবারও দেখা গেল এমন অভিষেক—যেখানে কোনো বোলার টানা দুই ম্যাচে ৩ বা তার বেশি উইকেট নেন। এতদিন এ কৃতিত্ব ছিল কেবল নিউজিল্যান্ডের গ্রান্ট এলিয়টের, যিনি ২০১৬ সালে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে প্রথম দুই ম্যাচে নিয়েছিলেন ৭ উইকেট। রিশাদ পেয়েছেন ৬ উইকেট—তবে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন সমান মর্যাদায়।

তার অভিষেক ম্যাচ ছিল কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে, যেখানে শিকার করেছিলেন রাইলি রুশো, মোহাম্মদ আমির ও আবরার আহমেদকে, মাত্র ৩১ রানে। পরের ম্যাচে করাচি কিংসের বিপক্ষে তার শিকার শান মাসুদ, ইরফান খান এবং আব্বাস আফ্রিদি।

এই দুর্দান্ত শুরু রিশাদকে এনে দিয়েছে নতুন সম্ভাবনার দুয়ার। তিনিই হতে পারেন পিএসএলে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার। অভিষেক মৌসুমেই গড়ে তুলতে পারেন এক গর্বিত অধ্যায়।

আগামী ২২ এপ্রিল তার সামনে চ্যালেঞ্জ আরও বড়—প্রতিপক্ষ শক্তিশালী মুলতান সুলতানস। এখন দেখার বিষয়, রিশাদ কি পারবে তার দুর্দান্ত ছন্দ ধরে রাখতে? ক্রিকেটপ্রেমীদের চোখ এখন সেদিকেই।

সোহাগ/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ