ঢাকা, সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

রাকিব

সিনিয়র রিপোর্টার

যেসব এলাকায় হর্ন বাজালে জরিমানার ১০ হাজার টাকা

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৬ জানুয়ারি ১৯ ২০:৪০:১৩
যেসব এলাকায় হর্ন বাজালে জরিমানার ১০ হাজার টাকা

রাকিব: ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও এর আশেপাশের নির্দিষ্ট এলাকায় হর্ন বাজালে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সোমবার (১৯ জানুয়ারি) জানিয়েছেন, বিমানবন্দর এলাকা এবং এর উত্তর ও দক্ষিণ দিকে দেড় কিলোমিটার অঞ্চল (স্কলাস্টিকা স্কুল থেকে হোটেল লা মেরিডিয়ান পর্যন্ত), পাশাপাশি গুলশান, বনানী, বারিধারা ও নিকেতনকে গত সেপ্টেম্বর থেকে নিরব এলাকা ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন, এই সব এলাকায় হর্ন বাজানো কঠোরভাবে নিষিদ্ধ। সড়ক পরিবহন আইনের আওতায় এটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। হর্ন বাজালে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা বা তিন মাসের কারাদণ্ডের মুখোমুখি হতে হবে।

তালেবুর রহমান আরও জানান, সম্প্রতি জারি হওয়া শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালার মাধ্যমে পুলিশকে নিরব এলাকায় হর্ন বা অন্যান্য শব্দদূষণ প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ এবং জরিমানা আরোপের ক্ষমতা দেওয়া হয়েছে। তাই নিরব এলাকায় হর্ন বাজালে ডিএমপি কঠোর শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ