ঢাকা, সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

রাকিব

সিনিয়র রিপোর্টার

আপডেট খবর: নির্বাচন স্থগিতের ঘোষণা হাইকোর্টের

২০২৬ জানুয়ারি ১৯ ১৭:৫৯:০০
আপডেট খবর: নির্বাচন স্থগিতের ঘোষণা হাইকোর্টের

রাকিব: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ—শাকসু ও হল সংসদ নির্বাচন স্থগিতের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের দ্বৈত বেঞ্চ এ আদেশ প্রদান করেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার রাশনা ইমাম ও ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসাইন লিপু। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

দীর্ঘ ২৮ বছর পর আগামী মঙ্গলবার (২০ জানুয়ারি) শাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নির্বাচন ঘিরে ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হলেও হাইকোর্টের এই আদেশে পুরো প্রক্রিয়া অনিশ্চয়তার মুখে পড়ল।

আদালতের আদেশের পর নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন পরবর্তী করণীয় নির্ধারণে বৈঠকে বসবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। শিক্ষার্থীদের দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচন স্থগিত হওয়ায় ক্যাম্পাসে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ