ঢাকা, শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩২

হাসান

রিপোর্টার

চট্টগ্রাম বনাম রাজশাহী: ৯০ রানে ৭ উইকেটের পতন-সরাসরি দেখুন এখানে(LIVE)

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৬ জানুয়ারি ১৭ ১৯:৩১:১৯
চট্টগ্রাম বনাম রাজশাহী: ৯০ রানে ৭ উইকেটের পতন-সরাসরি দেখুন এখানে(LIVE)

হাসান: ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিপিএলের নৈশ ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের ধারালো বোলিং আক্রমণে বিপর্যস্ত হয়ে পড়েছে টেবিলের শীর্ষ দল চট্টগ্রাম রয়্যালস। টস জিতে আগে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নেন রাজশাহীর অধিনায়ক, আর সেই পরিকল্পনার পূর্ণ বাস্তবায়ন ঘটান বোলাররা। ইনিংসের ১৫.৩ ওভার শেষে চট্টগ্রামের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে মাত্র ৯০ রান।

ব্যাটিংয়ে নেমেই চট্টগ্রামের শুরুটা ছিল ভীষণ নড়বড়ে। পাওয়ার প্লেতে রান তোলার বদলে তারা হারাতে থাকে একের পর এক উইকেট। রাজশাহীর আঁটসাঁট বোলিংয়ের সামনে টপ অর্ডার ও মিডল অর্ডারের কেউই দাঁড়াতে পারেননি। অধিকাংশ ব্যাটারই দুই অঙ্কে পৌঁছানোর আগেই সাজঘরের পথ ধরেন, যা দলটিকে বড় চাপে ফেলে দেয়।

রাজশাহীর বোলাররা পুরো ইনিংস জুড়ে ছিলেন দারুণ নিয়ন্ত্রিত। পেসারদের মাপা গতি আর স্পিনারদের টার্নে চট্টগ্রামের ব্যাটিং ছন্দ একেবারেই ভেঙে যায়। বিশেষ করে ১৫তম ওভারে পরপর দুই উইকেট হারিয়ে রয়্যালস বড় ধসের মুখে পড়ে। ফলে শেষ দিকে ক্রিজে থাকা ব্যাটারদের কাঁধে এখন দায়িত্ব ন্যূনতম লড়াইয়ের পুঁজি গড়ার।

বর্তমান পরিস্থিতিতে চট্টগ্রামের প্রধান লক্ষ্য অন্তত ১০০ রানের ঘর পার করা। তবে যে গতিতে উইকেট পড়ছে, তাতে বড় স্কোরের আশা ক্ষীণ। রাজশাহী যদি ১২০ থেকে ১৩০ রানের লক্ষ্যও পায়, ম্যাচের নিয়ন্ত্রণ তাদের হাতেই থাকবে যা পয়েন্ট টেবিলের সমীকরণেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

সরাসরি দেখতেএখানে ক্লিক করুন

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ