ঢাকা, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭ পৌষ ১৪৩২

পে-স্কেল নিয়ে বড় সুখবর, অগ্রাধিকার পাচ্ছে যে ৩ বিষয়

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ ডিসেম্বর ৩১ ১৮:৩২:১৯
পে-স্কেল নিয়ে বড় সুখবর, অগ্রাধিকার পাচ্ছে যে ৩ বিষয়

হাসান: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় পে-স্কেলের বিষয়ে ইতিবাচক প্রস্তাবনা উঠে এসেছে। পে-কমিশন বর্তমান বৈষম্য দূরীকরণ ও আধুনিক বেতন কাঠামো তৈরির লক্ষ্যে তিনটি বিশেষ বিকল্প নিয়ে কাজ করছে।

পে-কমিশন সূত্রে জানা গেছে, প্রচলিত ২০টি গ্রেড ব্যবস্থার পরিবর্তে একটি বৈষম্যহীন এবং জীবনযাত্রার খরচের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কাঠামো আনা হচ্ছে। তিনটি প্রস্তাবিত বিকল্প হলো:

১. বর্তমান ২০টি গ্রেড বহাল রেখে বেতন ও ভাতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি।২. গ্রেড সংখ্যা ২০ থেকে কমিয়ে ১৬ করা।৩. প্রশাসনিক স্বচ্ছতা ও বেতন বৈষম্য হ্রাসে গ্রেড সংখ্যা ১৪-এ সীমাবদ্ধ রাখা।

পে-কমিশনের একজন পদস্থ কর্মকর্তা জানিয়েছেন, গ্রেড সংখ্যা নির্ধারণ এবং সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের সীমা চূড়ান্ত করার বিষয়ে আলোচনা এখনো চলমান। আজকের সভায় ঐকমত্য তৈরি হলে দ্রুত সরকারের কাছে চূড়ান্ত সুপারিশমালা জমা দেওয়া হবে। কমিশনের লক্ষ্য একটি বাস্তবসম্মত এবং যুগোপযোগী বেতন কাঠামো উপহার দেওয়া।

পরে জুলাই ২০২৫ সালে নবম জাতীয় পে-স্কেলের খসড়া তৈরির জন্য পে-কমিশন গঠন করা হয়েছিল। সরকারি কর্মচারী সংগঠনগুলো দ্রুত গেজেট প্রকাশের দাবি জানিয়ে আসছিল। আজকের সভার পর নতুন পে-স্কেল ও বেতন বৃদ্ধির হার সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ