ঢাকা, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২

হাসান

রিপোর্টার

গণতন্ত্রের মানসকন্যা থেকে আপসহীন নেত্রী: কেন ইতিহাসের ধ্রুবতারা বেগম খালেদা ?

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ ডিসেম্বর ৩১ ০০:৪৫:৪৪
গণতন্ত্রের মানসকন্যা থেকে আপসহীন নেত্রী: কেন ইতিহাসের ধ্রুবতারা বেগম খালেদা ?

হাসান: বাংলাদেশের রাজনৈতিক আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের নাম বেগম খালেদা জিয়া। তিনি কেবল ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা কোনো নেত্রী ছিলেন না, বরং ত্যাগের মহিমায় ভাস্বর এক জাতীয় ব্যক্তিত্ব। নিশ্চিত জীবনের মোহ ত্যাগ করে দেশের মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে শামিল হওয়া এই মহীয়সী নারী চিরকাল বাংলাদেশের ইতিহাসে অম্লান হয়ে থাকবেন। তাঁর অনন্য হয়ে ওঠার নেপথ্যে রয়েছে কিছু অসামান্য কারণ।

মুসলিম বিশ্বের নারী নেতৃত্বের আলোকবর্তিকাবেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী নেত্রী। ১৯৯১ সালে গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়ে তিনি বিশ্বকে দেখিয়ে দিয়েছিলেন যোগ্যতা ও সাহসিকতা থাকলে যেকোনো প্রতিকূলতা জয় করা সম্ভব। পুরুষতান্ত্রিক রাজনীতির কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করে তাঁর রাষ্ট্র পরিচালনার সক্ষমতা তাঁকে বিশ্বমঞ্চে অনন্য মর্যাদায় আসীন করেছে।

সংসদীয় গণতন্ত্রের রূপকার ও অগ্রসেনানীস্বৈরাচারবিরোধী দীর্ঘ আন্দোলনের পর দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান ঐতিহাসিক। বেগম জিয়ার নেতৃত্বেই সংবিধানের দ্বাদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়। রাষ্ট্র পরিচালনার এই শাসনতান্ত্রিক পরিবর্তন তাঁকে বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসের অন্যতম প্রধান স্থপতির মর্যাদাবান আসনে বসিয়েছে। আজও এ দেশের সংসদীয় ব্যবস্থা তাঁরই দূরদর্শী সিদ্ধান্তের ওপর দাঁড়িয়ে আছে।

নির্যাতন ও অসুস্থতার কাছেও ‘আপসহীন’ এক সত্তাদীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় বেগম খালেদা জিয়াকে অসংখ্য চড়াই-উতরাই পাড়ি দিতে হয়েছে। রাজনৈতিক মামলা, দীর্ঘ কারাবাস এবং অসহ্য শারীরিক যন্ত্রণার শিকার হলেও তিনি কক্ষচ্যুত হননি। ব্যক্তিগত সুখ-শান্তির চেয়ে রাজনৈতিক আদর্শকে প্রাধান্য দিয়ে তিনি আপসহীনতার যে অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন, তা কোটি কোটি মানুষের কাছে তাঁকে ‘অন্যায়ের বিরুদ্ধে অদম্য সাহসের প্রতীক’ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

সমাপনী: একটি জীবন্ত রাজনৈতিক অধ্যায়তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে দেশের উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই এবং শত নির্যাতনের মাঝেও আদর্শে অটল থাকা সব মিলিয়ে বেগম খালেদা জিয়া একটি দলের গণ্ডি পেরিয়ে গোটা জাতির ইতিহাসের অংশ হয়ে উঠেছেন। তাঁর প্রয়াণ কেবল একটি শূন্যতা নয়, বরং এক বর্ণাঢ্য সংগ্রামের সমাপ্তি, যা আগামীর প্রজন্মের কাছে প্রেরণার উৎস হয়ে থাকবে।

ট্যাগ: Bangladesh Politics 2026 Updates Khaleda Zia Death News Today বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা ও দাফন আপসহীন নেত্রী খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্রের রূপকার খালেদা জিয়ার জীবনী ও সংগ্রাম বাংলাদেশের ৩ বারের প্রধানমন্ত্রী গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন বেগম খালেদা জিয়ার অর্জন জিয়া পরিবারের রাজনৈতিক ইতিহাস খালেদা জিয়ার মৃত্যুতে শোক সংবাদ জিয়াউর রহমান ও খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে নারী নেতৃত্ব খালেদা জিয়া নিউজ আপডেট ৩০ ডিসেম্বর Khaleda Zia Political Legacy Bangladesh First Female PM Begum Khaleda Zia Biography Uncompromising Leader Khaleda Zia BNP Chairperson Life and Death Parliamentary Democracy in Bangladesh History of Khaleda Zia Three times Prime Minister of BD Success Stories of Khaleda Zia Women Leadership in Muslim World Last News on Begum Khaleda Zia Khaleda Zia After 1991 Election Democracy Warrior Khaleda Zia

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ