ঢাকা, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২

হাসান

রিপোর্টার

৪৬ বিসিএস: ভাইভা স্থগিত করল পিএসসি

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ ডিসেম্বর ৩০ ১৯:৩৭:৪৮
৪৬ বিসিএস: ভাইভা স্থগিত করল পিএসসি

হাসান: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৬তম বিসিএসের আগামীকাল বুধবার ও পরশু বৃহস্পতিবারের মৌখিক পরীক্ষা স্থগিত করার ঘোষণা দিয়েছে।

আজ মঙ্গলবার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা থাকায় এই কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্থগিতকৃত মৌখিক পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

উল্লেখ্য, মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হয়েছেন বেগম খালেদা জিয়া। তার প্রয়াণে আগামীকাল বুধবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ও সাধারণ ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।

বিস্তারিত বিবৃতিতে পিএসসি জানায়, পরীক্ষার্থীদের জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে যাতে তারা শোকের মধ্যে কোনো চাপবিহীন পরিস্থিতিতে পরীক্ষা দিতে পারে।

এই পরিস্থিতিতে, ৪৬তম বিসিএসের প্রার্থীরা নতুন সূচি ঘোষণা না হওয়া পর্যন্ত প্রস্তুতি অব্যাহত রাখতে পারবেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ