ঢাকা, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭ পৌষ ১৪৩২

রাকিব

সিনিয়র রিপোর্টার

স্বর্ণের বাজারে ফের স্বস্তি: আজকের বাজারদর (৩১ ডিসেম্বর)

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ ডিসেম্বর ৩১ ১৭:২৭:০৮
স্বর্ণের বাজারে ফের স্বস্তি: আজকের বাজারদর (৩১ ডিসেম্বর)

হাসান: দেশের বাজারে সোনার দাম ইতিহাসের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। আন্তর্জাতিক বাজারের অস্থিরতা ও ডলারের মান বৃদ্ধির প্রভাবে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরি সোনার দাম আরও ১,৫৭৪ টাকা বাড়িয়েছে। এই নতুন মূল্য তালিকা আজ রোববার (২৮ ডিসেম্বর) থেকে কার্যকর হয়েছে।

বাজুসের নতুন ঘোষিত দাম অনুযায়ী দেশের বাজারে বিভিন্ন মানের সোনার দাম দাঁড়িয়েছে:

২২ ক্যারেট (সেরা মান): ২,২৭,৮৫৬ টাকা (ভরি)

২১ ক্যারেট: ২,১৭,৫৩৪ টাকা (ভরি)

১৮ ক্যারেট: ১,৮৬,৪৪৯ টাকা (ভরি)

সনাতন পদ্ধতি: ১,৫৫,৪২৩ টাকা (ভরি)

মনে রাখা জরুরি: এই দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং জুয়েলার্সের ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করলে চূড়ান্ত বিক্রয়মূল্য নির্ধারিত হবে।

২০২৫ সালে দেশের সোনার বাজারে নজিরবিহীন অস্থিরতা দেখা দিয়েছে। পরিসংখ্যান বলছে, এই বছরে সোনার দাম মোট ৯০ বার পরিবর্তিত হয়েছে। এর মধ্যে ৬৩ বার দাম বৃদ্ধি পেয়েছে, আর মাত্র ২৭ বার কমেছে। তুলনায়, ২০২৪ সালের চেয়ে দাম বৃদ্ধি ও পুনঃনির্ধারণের সংখ্যা অনেক বেশি।

সোনার সঙ্গে সঙ্গে রুপার দামও বেড়েছে। ২২ ক্যারেট রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ভরিতে ৬,০৬৫ টাকা, যা একবারে ৯৩৩ টাকা বৃদ্ধি পেয়েছে। এ বছর মোট ১৩ বার রুপার দাম সমন্বয় করা হলেও, এর মধ্যে ১০ বার ঊর্ধ্বমুখী ছিল।

বাজার বিশেষজ্ঞরা বলছেন, সামনে বিয়ের মৌসুমে এই অস্বাভাবিক উচ্চমূল্য সাধারণ মধ্যবিত্ত ক্রেতাদের জন্য ক্রয় ক্ষমতার বাইরে চলে যেতে পারে। আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং ডলারের মান বৃদ্ধির কারণে এই পরিস্থিতি তৈরি হলেও, লাগামহীন দাম বৃদ্ধিতে বাজারে বেচাকেনার কমে যাওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ