ঢাকা, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২

হাসান

রিপোর্টার

নতুন মহার্ঘ ভাতা: কার বেতন কত হবে? যা জানাল অর্থ মন্ত্রণালয়

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ ডিসেম্বর ৩০ ০১:১১:০০
নতুন মহার্ঘ ভাতা: কার বেতন কত হবে? যা জানাল অর্থ মন্ত্রণালয়

হাসান: জীবনযাত্রার ব্যয় যখন আকাশছোঁয়া, তখন সরকারি কর্মচারীদের মুখে হাসি ফোটাতে বড় পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। অর্থ মন্ত্রণালয় ইতোমধ্যে নতুন ‘মহার্ঘ ভাতা’র প্রস্তাবনা চূড়ান্ত করেছে। এই পদক্ষেপে উচ্চপদস্থ কর্মকর্তাদের তুলনায় মাঠপর্যায়ের ও মধ্যম সারির কর্মচারীদের আর্থিক সুবিধাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, যা প্রশাসনে নতুন প্রাণের সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে।

গ্রেড অনুযায়ী ভাতার নতুন বিন্যাসএবারের ভাতার বিশেষত্ব হলো এর গ্রেডভিত্তিক বিভাজন। যারা বেতন কাঠামোর পেছনের সারিতে আছেন, তাদের জন্য ভাতার হার রাখা হয়েছে সবচেয়ে বেশি:

১১ থেকে ২০তম গ্রেড: মূল বেতনের ২৫ শতাংশ।

৪র্থ থেকে ১০ম গ্রেড: মূল বেতনের ২০ শতাংশ।

১ম থেকে ৩য় গ্রেড: মূল বেতনের ১০ শতাংশ।

সর্বনিম্ন বৃদ্ধি ৪,০০০ টাকা!অনেকের মনেই প্রশ্ন ছিল যাদের মূল বেতন কম, তারা কি খুব সামান্য টাকা পাবেন? প্রস্তাবনা বলছে, না। স্কেলের মারপ্যাঁচে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হন, সেজন্য সর্বনিম্ন ভাতার সীমা নির্ধারণ করা হয়েছে ৪,০০০ টাকা। অর্থাৎ, যে কোনো গ্রেডের কর্মচারী নিশ্চিতভাবে কমপক্ষে ৪,০০০ টাকা বাড়তি পাবেন। তবে এই ভাতার সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে ৭,৮০০ টাকা।

পেনশনভোগীদের জন্য সুখবর ও প্রণোদনা সমন্বয়নতুন এই সুবিধার আওতায় আসছেন অবসরপ্রাপ্ত পেনশনভোগীরাও। তবে একটি বিষয় মাথায় রাখতে হবে মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার সাথে সাথেই বিগত সরকারের দেওয়া ৫ শতাংশ বিশেষ প্রণোদনা বাতিল হয়ে যাবে। যেহেতু প্রস্তাবিত মহার্ঘ ভাতার পরিমাণ ওই ৫ শতাংশের চেয়ে কয়েকগুণ বেশি, তাই এটি কর্মচারীদের নিট আয়ে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনবে।

কবে নাগাদ হাতে আসবে টাকা?জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান জানিয়েছেন, চলতি অর্থবছরের মধ্যেই এই ঘোষণা আনুষ্ঠানিকভাবে আসবে। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গেই সরকারি কর্মচারীরা এই বর্ধিত অর্থ হাতে পাবেন। এই বাড়তি খরচের সংস্থান করতে সরকার উন্নয়ন বাজেট থেকে সাশ্রয় করার কৌশল হাতে নিয়েছে।

ট্যাগ: মহার্ঘ ভাতা ২০২৬ সর্বশেষ খবর সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি ফেব্রুয়ারি ১১-২০ গ্রেডের মহার্ঘ ভাতা ২৫ শতাংশ মহার্ঘ ভাতা সংক্রান্ত প্রজ্ঞাপন ২০২৬ অর্থ মন্ত্রণালয় মহার্ঘ ভাতা আপডেট সর্বনিম্ন ৪০০০ টাকা মহার্ঘ ভাতা মোখলেস উর রহমান মহার্ঘ ভাতা নিউজ সরকারি কর্মচারীদের বেতন স্কেল ২০২৬ ৫ শতাংশ বিশেষ প্রণোদনা বাতিল পেনশনভোগীদের মহার্ঘ ভাতা ২০২৬ বাংলাদেশের নতুন পে স্কেল আপডেট সরকারি চাকুরের ডিএ (DA) আপডেট মহার্ঘ ভাতা কার্যকর তারিখ ২০২৬ মহার্ঘ ভাতার সর্বোচ্চ সীমা ৭৮০০ দ্রব্যমূল্য বৃদ্ধি ও সরকারি বেতন Dearness Allowance BD 2026 Update Government Employee Salary Hike Feb 2026 25% Dearness Allowance for Grade 11-20 Finance Ministry DA Proposal BD Mokhles ur Rahman DA Announcement Minimum 4000 TK DA for Govt Staff Pensioners Dearness Allowance BD 2026 New Pay Scale Bangladesh News 5 Percent Incentive Cancelled BD Grade Wise Salary Increase BD February 2026 Salary Update BD Govt Job Dearness Allowance Policy BD Govt Employee News Today Dearness Allowance Notification 2026 Cost of Living Allowance BD

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ