ঢাকা, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

হাসান

রিপোর্টার

হাদির ওপর কারা করেছে হামলা, জানালেন আইজিপি

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ ডিসেম্বর ১৩ ১৩:৫৮:৪৪
হাদির ওপর কারা করেছে হামলা, জানালেন আইজিপি

হাসান: শরীফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলার ঘটনায় পুলিশকে ‘অলআউট’ অভিযানে নামানোর ঘোষণা দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম।

আইজিপির মতে, যারা আসন্ন জাতীয় নির্বাচনের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে চায়, তারাই এই হামলার সঙ্গে জড়িত। শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে গণমাধ্যমকে এসব তথ্য জানান তিনি।

আইজিপি বলেন, “নির্বাচনের ওপর নেতিবাচক প্রভাব ফেলতেই এই হামলা চালানো হয়েছে বলে আমাদের ধারণা। হাদি হত্যাচেষ্টা মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে এই মুহূর্তে বিস্তারিত বলা যাচ্ছে না। আমরা কাজ করছি এবং ব্যর্থ হব না। এটা তারাই করেছে যারা চায় নির্বাচন না হোক বা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হোক। বিষয়টিকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি।”

হামলার ফলে রাজনীতি বা আসন্ন নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেন আইজিপি। তিনি বলেন, “এখন মূল লড়াই হলো হামলাকারী কারা এবং এর পেছনে কারা আছে, তা খুঁজে বের করা। আমরা অবশ্যই তা করব। সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশ অলআউট অভিযানে নামবে।”

তিনি জানান, শুক্রবার রাত থেকেই সারাদেশে এই ধরনের অভিযান শুরু করা হবে।

এদিকে আসন্ন নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন বা হবেন, তাদের বাড়তি নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেন আইজিপি মো. বাহারুল আলম। তিনি বলেন, “যাদের আমরা ভলনারেবল মনে করছি, তাদের সবাইকে প্রয়োজন অনুযায়ী নিরাপত্তা দেওয়া হবে।"

ট্যাগ: আইনশৃঙ্খলা ঢাকা ৮ আসন নির্বাচনী সহিংসতা ওসমান হাদী ওসমান হাদি ওসমান হাদী গুলিবিদ্ধ ওসমান হাদি গুলিবিদ্ধ হাদি হাদী osman hadi hadi dhaka 8 মির্জা আব্বাস হাদি গুলিবিদ্ধ mirza abbas osman hadi news sharif osman hadi osman hadi shot রাজনৈতিক হামলা শরীফ ওসমান হাদি Dhaka 8 Constituency আইজিপি IGP মো. বাহারুল আলম Md Baharul Alam অলআউট অভিযান All-Out Operation নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা Questioning Election Electoral Violence হত্যাচেষ্টা মামলা Attempted Murder Case জাতীয় নির্বাচন ২০২৬ National Election 2026 Political Attack সন্ত্রাস বিরোধী অভিযান Anti-Terror Operation বাড়তি নিরাপত্তা Extra Security পুলিশ মহাপরিদর্শক Inspector General of Police ঢাকা ৮ হাদি হামলা Hadi Attack ভলনারেবল প্রার্থী Vulnerable Candidates Law and Order গণমাধ্যমকে ঘোষণা Statement to Media শুক্রবারের ঘোষণা Friday Announcement

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ