ঢাকা, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

হাসান

রিপোর্টার

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দাপুটে জয়ে ওয়ানডে সিরিজ শুরু

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ ডিসেম্বর ০৭ ১৭:৫২:০৭
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দাপুটে জয়ে ওয়ানডে সিরিজ শুরু

হাসান: শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। ব্যাট হাতে ২৭১ রানের বড় সংগ্রহ গড়ে মাঠে নামে বাংলাদেশ, যার জবাবে নির্ধারিত ৫০ ওভার খেলেও লঙ্কান যুবারা তুলতে পারে মাত্র ১৯৩ রান। ফলে ৭৮ রানের দাপুটে জয় নিয়ে ম্যাচ শেষ করে বাংলাদেশ। দলের জয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখেন সেঞ্চুরিয়ান অদ্রিত ঘোষ।

লক্ষ্য তাড়ায় শুরুর ধাক্কায় কাবু শ্রীলঙ্কা

২৭২ রানের কঠিন টার্গেটে ব্যাট করতে নেমেই উইকেটের পতন শুরু হয় শ্রীলঙ্কার। স্কোরবোর্ডে রান যোগ হওয়ার আগেই আউট হন ওপেনার আরোশা সিথুমিনা তাকে বোল্ড করেন মাহিনুজ্জামান মাহবীর। পরের ওভারেই ফিরে যান আরেক ওপেনার ও দলনেতা রেহান পেইরিস আকাশের শিকার হয়ে শ্রীলঙ্কা তখন মাত্র ৯ রানে ২ উইকেট হারায়।

এরপর কিছুটা প্রতিরোধ গড়ার আগেই ৩১ রানে তৃতীয় এবং ৪৬ রানে চতুর্থ উইকেট হারিয়ে চাপে পড়ে লঙ্কানরা। ফাইয়াজ রহমান আরিব ও জারিফ সিয়াম তুলে নেন এই দুই উইকেট।

৭৫ রানেই অর্ধেক ব্যাটার সাজঘরে ফেরত গেলে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। তবে ষষ্ঠ উইকেটে আসে দলের সবচেয়ে বড় জুটি ৮৬ রান। এই জুটি ভাঙেন আকাশ রায়, যিনি সানুল বিরারত্নেকে ৬৫ বলে ৩৪ রানে থামান। এরপর দ্রুতই হিমারু দেশানকে আউট করেন মোহাম্মদ ইফতেখার। ফলে ১৮২ রানে তাদের সাত উইকেট পড়ে যায়।

ধীরগতির স্কোরিং রেইটে শ্রীলঙ্কা শেষ পর্যন্ত পুরো ৫০ ওভার খেলেও ১৯৩ রানের বেশি তুলতে পারেনি।

অদ্রিতের সেঞ্চুরিতে বাংলাদেশের শক্ত ভিত্তি

এর আগে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। শুরুটা ভালো হয়নি দ্বিতীয় ওভারেই ৩ রানে আউট হন ওপেনার জারিফ সিয়াম। কিন্তু দ্বিতীয় উইকেটে অদ্রিত ঘোষ ও মোহাম্মদ নাঈম ৪৮ রানের জুটি গড়ে দলের ভিত্তি মজবুত করেন। নাঈমের ইনিংস থামে ৪২ বলে ৩২ রানে, যেখানে ছিল তিনটি চারের মার।

তৃতীয় উইকেটে আসে বাংলাদেশের সবচেয়ে বড় পার্টনারশিপ। অদ্রিত ও আকাশ রায় যোগ করেন ৮৯ রান। তবে আকাশ ৬২ বলে ৩৯ রানে ইনিংস বড় করতে ব্যর্থ হন। এরপর অধিনায়ক রাকিবুল হাসান ১০ বলে ১২ রান করে রান-আউট হন।

জুনায়েদও আউট হন দ্রুত। অদ্রিতের সঙ্গে তার ৩৪ রানের জুটি ভেঙে যায় ১৮ রানে থেমে। শেষদিকে সৌরভ কর্মকার খেলেন ঝড়ো ইনিংস মাত্র ২০ বলে ৩২ রান, যার মধ্যে ছিল তিনটি বিশাল ছক্কা। মাহিনুজ্জামান মাহবীরও ৪ বলে অপরাজিত ৯ রানের ক্যামিও খেলেন।

তবে পুরো ইনিংসের নায়ক ছিলেন অদ্রিত ঘোষ। শুরু থেকে শেষ পর্যন্ত ধীরস্থির ব্যাটিং করে ১৩৫ বলে তিন অঙ্ক স্পর্শ করেন তিনি। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১৩৭ বলে ১০৩ রানে। তার ইনিংসে ছিল আটটি চার ও দুইটি ছক্কা। স্ট্রাইক রেট যদিও ছিল ৭৫.১৮।

বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে তোলে ২৭১ রান, যা শেষে যথেষ্টের চেয়েও বেশি প্রমাণিত হয়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ