সদ্য সংবাদ
‘ভিসা’ এখন সোনার হরিণ, হতাশ বাংলাদেশিরা

নিজস্ব প্রতিবেদন: এক সময় যেসব দেশে অনায়াসে ভিসা মিলত, আজ সেসব দেশেও বাংলাদেশিদের জন্য ‘ভিসা’ হয়ে উঠেছে দূরাশার নাম। কর্মসংস্থান, পড়াশোনা বা শুধুই ভ্রমণের উদ্দেশ্যে বিদেশ যেতে চাওয়া হাজার হাজার বাংলাদেশি এখন ভিসা জটিলতায় পড়ছেন। ভিসা না মেলার পাশাপাশি যাদের ভাগ্যে মিলছে, তাদেরও অপেক্ষা করতে হচ্ছে মাসের পর মাস।
ভিসা প্রক্রিয়া জটিল, প্রত্যাখ্যান হার ঊর্ধ্বমুখী
ই-ভিসা, অন-অ্যারাইভাল কিংবা সংক্ষিপ্ত মেয়াদী পর্যটন ভিসা—সব ক্ষেত্রেই বাংলাদেশিদের জন্য এখন বাধার পাহাড়। ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, ইউএই, মালদ্বীপ কিংবা ভিয়েতনাম—সব দেশেই ভিসা পাওয়া কঠিন হয়ে পড়েছে।ইউরোপ ও আমেরিকাতেও বাংলাদেশি আবেদনকারীদের ভিসা প্রত্যাখ্যানের হার দিন দিন বাড়ছে। কোনো কোনো আবেদনকারী যথাযথ কাগজপত্র ও বৈধ ভিসা থাকা সত্ত্বেও ভিসা পাচ্ছেন না, কোনো ব্যাখ্যাও মিলছে না।
বাস্তব অভিজ্ঞতায় স্পষ্ট হতাশা
নিয়মিত ভ্রমণকারী ও জনপ্রিয় ইউটিউবার নাদির নিবরাস জানান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার বৈধ ভিসা থাকার পরও সম্প্রতি তাজিকিস্তান, মলদোভা এবং বাহরাইনের ই-ভিসা তার জন্য প্রত্যাখ্যাত হয়েছে। আবেদন ফি-ও ফেরত মেলেনি। তার ভাষায়, "এত রকম ভিসা থাকার পরও যদি এভাবে রিজেক্ট করে, তাহলে নতুন আবেদনকারীদের কী অবস্থা!"
একই রকম অভিজ্ঞতার কথা বলেন ভ্রমণ ও চাকরিসূত্রে একাধিকবার থাইল্যান্ড যাওয়া কণা করিম। এ বছর এপ্রিলে থাই দূতাবাসে আবেদন করলেও, পূর্ব অভিজ্ঞতা থাকা সত্ত্বেও তার আবেদন প্রত্যাখ্যাত হয়েছে।
এছাড়া চীনভিত্তিক একজন ব্যবসায়ী জানান, তিন বছরে ছয়বার চীন সফর করলেও এ বছর জুন মাসে হঠাৎ করেই তার ভিসা বাতিল হয়েছে। তিনি বলেন, "এতটা হঠাৎ ভিসা না পাওয়াটা আমার জন্য একটি বড় ধাক্কা। কারণ আমি পুরোপুরি প্রস্তুত ছিলাম—বাণিজ্যিক সভা ও জরুরি কার্যক্রম ছিল।"
কী কারণে বাড়ছে ভিসা জটিলতা?
ভ্রমণ সংস্থা ও বিশ্লেষকদের মতে, ভিসা জটিলতার পেছনে রয়েছে কয়েকটি মূল কারণ:
* বাংলাদেশ থেকে বেড়ে চলা অবৈধ অভিবাসন প্রবণতা
* রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তাজনিত উদ্বেগ
* জাল সনদপত্র ও ভুয়া ব্যাংক স্টেটমেন্ট জমা দেওয়ার প্রবণতা
বিশ্বব্যাপী ভিসা প্রসেসিংয়ের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল জানায়, বাংলাদেশিদের কিছু অংশের দ্বারা জমা দেওয়া ভুয়া কাগজপত্র বহু দূতাবাসে দেশের সুনাম ক্ষুণ্ন করেছে। ফলে বিদেশি দূতাবাসগুলো এখন আরও সতর্ক এবং কঠোর।
সরকারও স্বীকার করছে সংকট
গত ২ জুলাই এক আলোচনায় প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেন, "ভিসা জটিলতার একটি বড় কারণ হলো ভুয়া সনদপত্র ও মিথ্যা ব্যাংক স্টেটমেন্ট। এসব প্রবণতা বন্ধ করতে হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া জরুরি।"বিদেশ ভ্রমণ, উচ্চশিক্ষা কিংবা বৈধ কর্মসংস্থানের স্বপ্ন এখন অনেক বাংলাদেশির জন্য দুঃস্বপ্নে পরিণত হচ্ছে। যেভাবে প্রতিনিয়ত ভিসা পাওয়ার প্রক্রিয়া কঠিন হচ্ছে, তাতে সামনে বাংলাদেশিদের জন্য বৈশ্বিক সংযোগ ও চলাচলে আরও বাধা তৈরি হতে পারে—যা দেশের ভাবমূর্তির জন্যও নেতিবাচক ইঙ্গিত বহন করে।
প্রতিবেদন: সিদ্দিকা
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেখ হাসিনা লন্ডনে যাচ্ছেন, যা জানা গেল প্রকৃতভাবে
- সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, সর্বনিম্ন ৪ হাজার, সর্বোচ্চ ৭ হাজার ৮০০ টাকা
- যে রক্তের গ্রুপে স্ট্রোক হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি
- এমন বৃষ্টি আর কতদিন চলবে, জানালো আবহাওয়া অফিস
- আবেদনের ২৪ ঘণ্টার মধ্যেই বাংলাদেশকে ভিসা দিবে ৬ দেশ!
- নিম্নচাপের প্রভাবে ঝড়বৃষ্টির আশঙ্কা, বিপদের ঝুঁকিতে যেসব জেলা
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ ঘোষণা
- কার সঙ্গে কার বিয়ে হবে—সবই কি ভাগ্যের লিখন
- ইয়েমেনে ভারতীয় নার্স প্রিয়া মৃত্যুদণ্ডে দণ্ডিত: কী ঘটেছিল
- অপারেশন সিদুর’-এ ২৫০ ভারতীয় সেনা নিহত, দাবি পাকিস্তানি সংবাদমাধ্যমের
- দাঁত ব্রাশ করার পরও মুখে দুর্গন্ধ, জেনে নিন কার্যকর ৬টি সমাধান
- তরুণদের মধ্যেও বাড়ছে ক্যানসার: এই লক্ষণগুলো অবহেলা করলেই বিপদ
- একজন ব্যক্তি সর্বোচ্চ সিম ব্যবহারের সিদ্ধান্ত চূড়ান্ত
- নৃশংস সেই ঘটনায় জড়িতরা শনাক্ত, মিলল ২ জনের পরিচয়
- জরিপ বলছে: জাতীয় নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পাবে বিএনপি