সদ্য সংবাদ
টানা বর্ষণে ডুবে যাচ্ছে ফেনী, নদীভাঙনে প্লাবিত ৪০টি গ্রাম

নিজস্ব প্রতিবেদক: ভারত থেকে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণের ফলে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর অন্তত ২০টি স্থানে বাঁধ ভেঙে গেছে। এর ফলে ফুলগাজী ও পরশুরাম উপজেলার অন্তত ৪০টি গ্রাম পানির নিচে তলিয়ে গেছে। ছাগলনাইয়া উপজেলাতেও নতুন করে আরও কিছু এলাকায় বন্যার পানি ঢুকেছে।
পানিতে তলিয়ে গেছে শত শত দোকান, ঘরবাড়ি ও গুরুত্বপূর্ণ সড়কপথ। ফেনী-পরশুরাম সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, অনেক জায়গায় এখনও নদীর পানি বাঁধ উপচে লোকালয়ে প্রবেশ করছে।
বিশেষ করে বালামুখা সীমান্ত এলাকায় ভারতের অংশের বাঁধ ভেঙে গিয়ে সেখানকার পানি সরাসরি বাংলাদেশের ভূখণ্ডে ঢুকে পড়ছে।
জেলা প্রশাসন জানিয়েছে, ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য ১৫২টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং অনেক পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ঘুরে দেখা গেছে, অনেক ঘরের নিচতলা ডুবে গেছে, অনেকেই আশ্রয় নিয়েছেন ঘরের দোতলায় বা উঁচু স্থানে। স্থানীয়দের আশঙ্কা, নদীর স্রোতের তীব্রতায় আরও এলাকা প্লাবিত হতে পারে। ক্ষুব্ধ বাসিন্দারা বলছেন, বারবার ত্রাণ নয়—তারা চান টেকসই বাঁধ রক্ষা ব্যবস্থা।
উল্লেখ্য, ২০২৪ সালের ভয়াবহ বন্যায় ফেনীতে প্রায় ৮ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছিল এবং প্রাণ হারিয়েছিলেন ৩৭ জন। এরপর ৭৩৪০ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হলেও তার বাস্তবায়নে অগ্রগতি নেই বললেই চলে।
এর আগেও ২০০৫ থেকে ২০১১ সাল পর্যন্ত ৫ কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়িত হয়েছিল। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে ২০১৭ থেকে ২০২৩ সাল পর্যন্ত সময়ে ৭০টিরও বেশি স্থানে আবারও বাঁধ ভেঙেছে। গত ৯ বছরে ফেনীতে ১৭৩টি বাঁধ ভাঙনের ঘটনা ঘটেছে।
স্থানীয়দের অভিযোগ, প্রতিবছর বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ দেওয়া হলেও কার্যকর কোনও পরিবর্তন দেখা যাচ্ছে না। বরং সেই টাকা যেন নদীর জলের মতোই হারিয়ে যাচ্ছে।
সোহাগ/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেখ হাসিনা লন্ডনে যাচ্ছেন, যা জানা গেল প্রকৃতভাবে
- যে রক্তের গ্রুপে স্ট্রোক হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি
- এমন বৃষ্টি আর কতদিন চলবে, জানালো আবহাওয়া অফিস
- নিম্নচাপের প্রভাবে ঝড়বৃষ্টির আশঙ্কা, বিপদের ঝুঁকিতে যেসব জেলা
- আবেদনের ২৪ ঘণ্টার মধ্যেই বাংলাদেশকে ভিসা দিবে ৬ দেশ!
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ ঘোষণা
- কার সঙ্গে কার বিয়ে হবে—সবই কি ভাগ্যের লিখন
- সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, সর্বনিম্ন ৪ হাজার, সর্বোচ্চ ৭ হাজার ৮০০ টাকা
- ইয়েমেনে ভারতীয় নার্স প্রিয়া মৃত্যুদণ্ডে দণ্ডিত: কী ঘটেছিল
- অপারেশন সিদুর’-এ ২৫০ ভারতীয় সেনা নিহত, দাবি পাকিস্তানি সংবাদমাধ্যমের
- দাঁত ব্রাশ করার পরও মুখে দুর্গন্ধ, জেনে নিন কার্যকর ৬টি সমাধান
- তরুণদের মধ্যেও বাড়ছে ক্যানসার: এই লক্ষণগুলো অবহেলা করলেই বিপদ
- একজন ব্যক্তি সর্বোচ্চ সিম ব্যবহারের সিদ্ধান্ত চূড়ান্ত
- নৃশংস সেই ঘটনায় জড়িতরা শনাক্ত, মিলল ২ জনের পরিচয়
- জরিপ বলছে: জাতীয় নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পাবে বিএনপি