সদ্য সংবাদ
আগামী রোজার আগেই নির্বাচন, যা জানা গেল
-1200x800.jpg)
আগামী রোজার আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নির্বাচন সংশ্লিষ্ট সকল প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।
বুধবার (৯ জুলাই) রাতে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
শফিকুল আলম বলেন, “নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে—পুলিশ, বিজিবি, কোস্টগার্ডসহ ১৭ হাজার নতুন সদস্য নিয়োগ দেওয়া হচ্ছে। তাদের নিয়োগ ও প্রশিক্ষণ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।”
তিনি জানান, আসন্ন নির্বাচন ঘিরে প্রায় ৮ লাখ আইনশৃঙ্খলা বাহিনী সদস্য মোতায়েন থাকবে। তাদের সবাইকে নির্বাচনের আগে প্রশিক্ষণের আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া, নির্বাচনী প্রক্রিয়ায় আরও কঠোর অবস্থানে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
নতুন ভোটারদের প্রসঙ্গে প্রেস সচিব বলেন, “২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে অনেক তরুণ ভোট দিতে পারেননি। ১৮ থেকে ৩২ বছর বয়সীদের জন্য পৃথক ভোটার তালিকা তৈরি এবং আলাদা বুথের ব্যবস্থা করার প্রস্তাব দিয়েছেন প্রধান উপদেষ্টা। এই বিষয়টি লজিস্টিক্যাল হলেও গুরুত্ব দিয়ে খতিয়ে দেখতে বলা হয়েছে।”
এছাড়া প্রায় ৪৭ হাজার ভোটকেন্দ্রের মধ্যে আনুমানিক ১৬ হাজার কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “এসব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও পুলিশ সদস্যদের বডি ক্যামেরা ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। এসব ক্যামেরার পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা ঠিকভাবে পরিচালনার জন্য প্রশিক্ষণেরও ব্যবস্থা নেওয়া হবে।”
ভোট কার্যক্রমে বিচারিক ম্যাজিস্ট্রেটদের দক্ষতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। প্রেস সচিব জানান, “তাদের প্রশিক্ষণ নিশ্চিত করার বিষয়ে বিশেষ দিকনির্দেশনা দেওয়া হয়েছে।”
সংবাদ সম্মেলনে উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এবং সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ উপস্থিত ছিলেন।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেখ হাসিনা লন্ডনে যাচ্ছেন, যা জানা গেল প্রকৃতভাবে
- ইরানকে শক্তিশালী আঘাত করল যুক্তরাষ্ট্র!
- যে রক্তের গ্রুপে স্ট্রোক হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি
- এমন বৃষ্টি আর কতদিন চলবে, জানালো আবহাওয়া অফিস
- নিম্নচাপের প্রভাবে ঝড়বৃষ্টির আশঙ্কা, বিপদের ঝুঁকিতে যেসব জেলা
- আবেদনের ২৪ ঘণ্টার মধ্যেই বাংলাদেশকে ভিসা দিবে ৬ দেশ!
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ ঘোষণা
- কার সঙ্গে কার বিয়ে হবে—সবই কি ভাগ্যের লিখন
- ইয়েমেনে ভারতীয় নার্স প্রিয়া মৃত্যুদণ্ডে দণ্ডিত: কী ঘটেছিল
- সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, সর্বনিম্ন ৪ হাজার, সর্বোচ্চ ৭ হাজার ৮০০ টাকা
- অপারেশন সিদুর’-এ ২৫০ ভারতীয় সেনা নিহত, দাবি পাকিস্তানি সংবাদমাধ্যমের
- দাঁত ব্রাশ করার পরও মুখে দুর্গন্ধ, জেনে নিন কার্যকর ৬টি সমাধান
- তরুণদের মধ্যেও বাড়ছে ক্যানসার: এই লক্ষণগুলো অবহেলা করলেই বিপদ
- একজন ব্যক্তি সর্বোচ্চ সিম ব্যবহারের সিদ্ধান্ত চূড়ান্ত
- জরিপ বলছে: জাতীয় নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পাবে বিএনপি