ঢাকা, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

ফেনীর পর এবার বন্যার আশঙ্কা কুমিল্লায়

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ জুলাই ০৯ ১৭:৩৯:১১
ফেনীর পর এবার বন্যার আশঙ্কা কুমিল্লায়

নিজস্ব প্রতিবেদক: টানা দুই দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কুমিল্লার গোমতী নদীর পানি দ্রুত বাড়ছে। নদীর তীরবর্তী নিচু চরাঞ্চলগুলো ইতোমধ্যেই পানিতে প্লাবিত হয়েছে, ফলে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। জেলার বেশ কয়েকটি উপজেলায় বন্যার সতর্কতা জারি করা হয়েছে।

বুধবার ৯ জুলাই বিকেল ৩টা ১৫ মিনিটে গোমতী নদীর পানি ৮.৫৬ সেন্টিমিটার উচ্চতায় প্রবাহিত হয়। যদিও এটি এখনো বিপদসীমার (১১.৩ সেন্টিমিটার) নিচে রয়েছে, তবে পরিস্থিতি দ্রুত অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কুমিল্লা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নদীর পানি প্রায় ৫ মিটার বেড়েছে। স্থানীয় ভারী বৃষ্টির পাশাপাশি ভারতের ত্রিপুরা রাজ্যে টানা বৃষ্টির ফলে সেখানকার পানি গোমতী হয়ে বাংলাদেশে ঢুকছে, যার কারণে নদীর পানি হঠাৎ বৃদ্ধি পাচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খাঁন মো. ওয়ালীউজ্জামান বলেন,“নদীর পানি দ্রুত বাড়ছে, সবাইকে এখন থেকেই সতর্ক থাকতে হবে। উজানের ঢল অব্যাহত থাকলে বন্যার আশঙ্কা আরও বেড়ে যাবে।”

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া জানান,“বন্যা মোকাবেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। ৫৮৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং পর্যাপ্ত শুকনো খাবার ও জিআর চাল মজুত রয়েছে।”

কুমিল্লা আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১২৯.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টাতেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, ফলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।

বুধবার বিকেলে সরেজমিনে দেখা গেছে, বুড়িচং উপজেলার বুড়বুড়িয়া, টিক্কার চর, চানপুর ব্রিজ ও সংরাইশ এলাকার কয়েকটি চর পানিতে তলিয়ে গেছে। এসব এলাকার মানুষ আতঙ্কে রয়েছেন এবং অনেকেই নিরাপদ স্থানে সরে যাচ্ছেন।

পরিস্থিতি অব্যাহত থাকলে কুমিল্লায় বড় ধরনের বন্যা দেখা দিতে পারে। স্থানীয়দের প্রতি অনুরোধ, প্রশাসনের নির্দেশনা মেনে চলুন এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে ৯৯৯ অথবা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করুন।

সোহাগ/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ