ঢাকা, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

চার বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ জুলাই ০৯ ১৫:১৭:৪১
চার বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক: দেশের উপর সক্রিয় মৌসুমি বায়ু এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অবস্থানরত একটি লঘুচাপের কারণে দক্ষিণ ও মধ্যাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বুধবার ৯ জুলাই সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, ঢাকা, চট্টগ্রাম, খুলনা এবং বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

এছাড়াও রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও রংপুরসহ দেশের প্রায় সব বিভাগেই দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার ১০ জুলাই সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টাতেও বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আপাতত দিন ও রাতের তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই, তবে ১০ জুলাইয়ের পর কিছুটা বাড়তে পারে।

পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ কারণে পাহাড়ি এলাকায় ভূমিধস, নগর এলাকায় জলাবদ্ধতা এবং হঠাৎ বন্যার ঝুঁকি রয়েছে। এ অবস্থায় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

–সিদ্দিকা/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ