ঢাকা, সোমবার, ৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে বাংলাদেশ-শ্রীলঙ্কা দুই দলের ঘোষণা

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ জুলাই ০৭ ১৬:৪৬:৫০
টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে বাংলাদেশ-শ্রীলঙ্কা দুই দলের ঘোষণা

নিজস্ব প্রতিবেদন: ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর এবার টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। তিন ম্যাচের এই সিরিজকে ঘিরে দুই দলই ঘোষণা করেছে নিজেদের স্কোয়াড। এর মধ্যে শ্রীলঙ্কার ঘোষিত ১৭ সদস্যের দলে রয়েছে বেশ কিছু চমক, যা ক্রিকেটভক্তদের দৃষ্টি কেড়েছে।

প্রায় এক বছরের ব্যবধানে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলে ফিরেছেন সাবেক অধিনায়ক দাসুন শানাকা। দলে ফিরেছেন আরেক পেস অলরাউন্ডার চামিকা করুণারত্নেও। তবে বাজে ফর্মের কারণে বাদ পড়েছেন অভিজ্ঞ ব্যাটার ভানুকা রাজাপাকসে। শ্রীলঙ্কার নেতৃত্বে থাকছেন মিডল-অর্ডার ব্যাটার চারিথ আসালাঙ্কা।

সিরিজের সূচি অনুযায়ী, ১০ জুলাই প্রথম ম্যাচ হবে ক্যান্ডিতে। এরপর ১৩ জুলাই দ্বিতীয় ম্যাচ ডাম্বুলায় এবং ১৬ জুলাই তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে কলম্বোতে। প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।

বাংলাদেশ দলেও এসেছে কিছু নতুন চেহারা। দীর্ঘদিন পর টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরেছেন মোহাম্মদ নাঈম ও মোহাম্মদ সাইফউদ্দিন। ওয়ানডে দলে থাকা বেশ কয়েকজন ক্রিকেটার এই দলেও জায়গা পেয়েছেন। সিরিজ সামনে রেখে ইতোমধ্যে শরীফুল ইসলাম, নাসুম আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড:

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাঈম, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন।

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি স্কোয়াড:

চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস, আভিস্কা ফার্নান্দো, দাসুন শানাকা, দুনিথ ওয়েলালাগে, ভানিদু হাসারাঙ্গা, মাহেশ থিকশানা, জেফরি ভান্ডারসে, চামিকা করুণারত্নে, মাথিশা পাথিরানা, নুয়ান থুশারা, বিনুরা ফার্নান্দো, ঈশান মালিঙ্গা।

সিরিজ ঘিরে দুই দলের এই দল নির্বাচন বেশ কৌশলগত এবং চমকপ্রদ—বিশেষ করে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের শক্তি যাচাই করার ভালো সুযোগ হিসেবেই দেখছেন ক্রিকেট বিশ্লেষকরা।

সোহাগ/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ