ঢাকা, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

বান্দরবানে সেনা অভিযানে নিহত ২ কেএনএফ সদস্য, উদ্ধার বিপুল অস্ত্র ও গোলাবারুদ

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ জুলাই ০৩ ১৭:৫৫:২০
বান্দরবানে সেনা অভিযানে নিহত ২ কেএনএফ সদস্য, উদ্ধার বিপুল অস্ত্র ও গোলাবারুদ

নিজস্ব প্রতিবেদক: বান্দরবানের রুমা উপজেলার পাহাড়ি এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়েছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে পরিচালিত অভিযানে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর দুই সশস্ত্র সদস্য নিহত হয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে তিনটি সাবমেশিনগান (এসএমজি), একটি রাইফেলসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, রুমা উপজেলার পলি প্রাংশা এলাকায় কেএনএফ সদস্যরা অবস্থান করছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালালে সেনাবাহিনী পাল্টা জবাব দেয়। উভয়পক্ষের গোলাগুলিতে ঘটনাস্থলেই দুইজন কেএনএফ সদস্য নিহত হয়। নিহতদের নাম ও পরিচয় এখনও নিশ্চিত করা হয়নি।

অভিযানের পর এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে। শেষ খবর পাওয়া পর্যন্ত সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে, চলতি বছরের ১৯ মে রুমা ও বোয়াংছড়ির সীমান্তবর্তী রনিনপাড়া ও পাইংখং এলাকায় সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে কেএনএফ-এর আরও তিন সদস্য নিহত হয়। এছাড়া সংগঠনটির তৎপরতার কারণে নিরাপত্তাহীনতায় ভুগে বান্দরবানের সুসুং পাড়ার ১২২টি বম পরিবার এলাকা ছেড়ে পালিয়ে যায়। তারা গত ২৬ জুন সেনাবাহিনীর সহায়তায় নিজ গ্রামে ফিরে আসে।

কেএনএফ সাম্প্রতিক সময়ের একাধিক সহিংস ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। এসবের মধ্যে রয়েছে ব্যাংক লুট, মসজিদে হামলা, চাঁদাবাজি, অপহরণ, অর্থ ও অস্ত্র লুটসহ নানা অপরাধ। এসব কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে পার্বত্য জেলায় যৌথবাহিনীর অভিযান আরও জোরদার করা হয়েছে।

আইএসপিআর জানিয়েছে, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সাধারণ মানুষের জানমাল রক্ষায় সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সোহাগ/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ