ঢাকা, সোমবার, ৩০ জুন ২০২৫, ১৬ আষাঢ় ১৪৩২

রাত ১২টা থেকে তিন বিমানবন্দরে ১৬ প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ জুন ৩০ ২২:২৪:০৯
রাত ১২টা থেকে তিন বিমানবন্দরে ১৬ প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

ঢাকার হযরত শাহজালালসহ দেশের আরও দুই আন্তর্জাতিক বিমানবন্দর—চট্টগ্রামের শাহ আমানত ও সৈয়দপুরে—চলমান ১৬টি বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম আজ (সোমবার) মধ্যরাত থেকেই বন্ধ হয়ে যাচ্ছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, ২০২৫-২৬ অর্থবছরের জন্য এসব প্রতিষ্ঠানের ইজারা নবায়ন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীসেবা, নিরাপত্তা এবং ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতেই এই পদক্ষেপ।

শাহজালাল বিমানবন্দরে যেসব প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে: এরোস ট্রেডিং, মেসার্স সজল এন্টারপ্রাইজ, মাহবুবা ট্রেডার্স, নাহার কনস্ট্রাকশন, এভিয়েশন ট্রান্সপোর্ট লিমিটেড, এ ফাইভ রোডওয়ে লিমিটেড, ওয়ার্ল্ড ট্রাস্ট ট্যুরিস্ট কার সার্ভিসেস, শিরিন এন্টারপ্রাইজ, হাওলাদার অ্যান্ড সন্স, অথৈ এন্টারপ্রাইজ, ওল্ফ করপোরেশন, আড়িয়াল ক্রিয়েটিভ স্পেস, ধানসিঁড়ি কমিউনিকেশন এবং ডিপার্টমেন্ট এস কনসালটিং।

চট্টগ্রাম বিমানবন্দরে: ফ্যালকন এজেন্সি সৈয়দপুর বিমানবন্দরে: ফ্যালকন এয়ারপোর্ট সার্ভিস টিম

বেবিচকের একজন কর্মকর্তা জানান, যাদের ইজারা মেয়াদ শেষ হয়েছে, তারা আর কার্যক্রম চালাতে পারবে না। ভবিষ্যতে এসব স্থানে কার্যক্রম চালাতে হলে নতুন নীতিমালার আওতায় আবেদন করতে হবে।

২৯ জুন বেবিচক ডাকযোগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে চিঠি দিয়ে এবং ৩০ জুন আনুষ্ঠানিক নোটিশ দিয়ে এ সিদ্ধান্ত জানায়। নোটিশে স্পষ্টভাবে বলা হয়েছে, নির্ধারিত সময়ের পর আর কোনোভাবে তাদের কার্যক্রম চলতে দেওয়া হবে না।

বিমানবন্দর-সংশ্লিষ্ট এক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে একাধিক প্রতিষ্ঠান অনিয়ম, দুর্বল যাত্রীসেবা ও জবাবদিহিতার অভাবে আলোচনায় ছিল। এসব বিবেচনায় এনে এবার কড়া সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

মূল লক্ষ্য: বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থানে বাণিজ্যিক কার্যক্রমে শৃঙ্খলা ও মান নিশ্চিত করা। আজ রাত থেকেই সেই উদ্যোগ বাস্তবায়নে যাচ্ছে বেবিচক।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ