ঢাকা, শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২

বিকাশ থেকে ঈদে ২০ হাজার টাকা বোনাস, আসল ঘটনা যা জানা গেল

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ জুন ০৬ ০৭:৪৬:১৩
বিকাশ থেকে ঈদে ২০ হাজার টাকা বোনাস, আসল ঘটনা যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহা সামনে রেখে সামাজিক মাধ্যমে একটি বার্তা ভাইরাল হয়েছে—যেখানে বলা হচ্ছে, “বিকাশ থেকে সব গ্রাহক পাচ্ছেন ২০,০০০ টাকা ঈদ বোনাস।” পোস্টটি দেখে অনেকেই একটি লিংকে ঢুকে ফর্ম পূরণ করছেন এবং আশায় রয়েছেন টাকা পাবেন। কিন্তু আসল সত্য ভিন্ন।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এই বোনাস সংক্রান্ত দাবি সম্পূর্ণ ভুয়া এবং এটি একটি প্রতারণামূলক ফাঁদ। বিকাশ কর্তৃপক্ষ কখনও এই ধরনের অফার ঘোষণা করেনি। বরং, একটি ভুয়া ওয়েবসাইট তৈরি করে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য, বিশেষ করে বিকাশ নম্বর ও পিন হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।

রিউমর স্ক্যানার নামের একটি অনুসন্ধানী টিম বিষয়টি খতিয়ে দেখে নিশ্চিত হয়েছে—ওই ওয়েবসাইটে বিকাশের নাম ও লোগো ব্যবহার করে একটি ফর্মে ব্যবহারকারীদের নাম, জেলা, পেশা ও বিকাশ ব্যবহারের মেয়াদ জানতে চাওয়া হচ্ছে। এরপর দাবি করা হচ্ছে, যাচাইয়ের জন্য বিকাশ নম্বর ও পিন দিতে হবে। এভাবে প্রতারণামূলকভাবে তথ্য সংগ্রহের চেষ্টা চালানো হচ্ছে।

আরও গভীর অনুসন্ধানে দেখা যায়, বিকাশের সঙ্গে সংশ্লিষ্ট অফিসিয়াল ফেসবুক পেজ ‘Amar bKash-আমার বিকাশ’ গত ২৯ মে একটি পোস্টে নিশ্চিত করেছে—২০ হাজার টাকার বোনাস সংক্রান্ত দাবি পুরোপুরি ভুয়া এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য ছড়ানো হয়েছে। বিকাশ কর্তৃপক্ষ এমন কোনো অফার দেয়নি বলেও সেখানে স্পষ্টভাবে জানানো হয়েছে।

তথ্যপ্রযুক্তি নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এ ধরনের লিংকে প্রবেশ করা বা ফর্ম পূরণ করা বিপজ্জনক হতে পারে। কারণ এসব তথ্য ব্যবহার করে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে অর্থ হাতিয়ে নেওয়া সম্ভব।

বিকাশের পক্ষ থেকে ঈদ উপলক্ষে ২০ হাজার টাকার বোনাস দেওয়ার যে খবর ছড়িয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। এই ধরনের প্রতারণামূলক ওয়েবসাইট এবং লোভনীয় অফার থেকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

সোহাগ/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ