ঢাকা, শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২

বাজেট ২০২৫-২৬: নিম্ন ও মধ্যবিত্ত কী পাচ্ছে ইউনূস সরকারের ঘোষণায়

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ জুন ০৩ ১০:৩১:৫৫
বাজেট ২০২৫-২৬: নিম্ন ও মধ্যবিত্ত কী পাচ্ছে ইউনূস সরকারের ঘোষণায়

নিজস্ব প্রতিবেদন: নির্বাচিত সরকার অনুপস্থিত থাকায় দেশের ইতিহাসে প্রথমবারের মতো সংসদে নয়, রাষ্ট্রীয় টেলিভিশনে উপস্থাপিত হলো অন্তর্বর্তীকালীন ইউনূস সরকারের বাজেট। অর্থপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন।

তবে বাজেট ঘিরে সবচেয়ে বড় প্রশ্ন—নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ কতটা উপকৃত হবে এতে? চলমান দ্রব্যমূল্য বৃদ্ধি, আয়ের সীমাবদ্ধতা এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের চাওয়া ছিল—একটি বাস্তবমুখী ও সহানুভূতিশীল বাজেট।

নতুন বাজেটে চিনি, স্যানিটারি ন্যাপকিন, তরল দুধ, বলপয়েন্ট কলম, কিছু বিদেশি মাছ-মাংস, পোশাক ও ৩০ ইঞ্চি পর্যন্ত মনিটরে শুল্ক-ভ্যাট কমানো হয়েছে। অর্থাৎ, সীমিত পরিসরে কিছু পণ্যের দাম কমার সম্ভাবনা রয়েছে।

তবে বিশ্লেষকদের মতে, এসব পণ্যের বেশিরভাগই নিম্নবিত্তের নিত্যপ্রয়োজনে পড়ে না, আবার মধ্যবিত্তের বাজেটেও খুব বড় প্রভাব ফেলে না। ফলে বাস্তবে এই ছাড়ের সুফল অনেকে টেরও পাবেন না।

বাজেটে মোবাইল ফোন, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, ব্লেন্ডার, আয়রন, প্রেসার কুকার, মাইক্রোওয়েভ ও চুলা, প্লাস্টিক পণ্য, সাবান, শ্যাম্পু, প্রসাধনী, বিদেশি চকলেট—এমন বহু ব্যবহৃত পণ্যের ওপর শুল্ক ও কর বাড়ানো হয়েছে।সেই সঙ্গে বাড়ছে সিগারেট, এলপিজি সিলিন্ডার ও নির্মাণসামগ্রীর দাম।

রডের দাম প্রতি টনে ৪০০ টাকা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে, যা স্বপ্নের বাড়ি বানাতে চাওয়া মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য বড় ধাক্কা।

দেশীয় টেক্সটাইল খাতে ভ্যাট বাড়ানোয় লুঙ্গি, গামছা, সাধারণ জামাকাপড়—নিম্নআয়ের মানুষের জন্যও খরচ বেড়ে যাবে।

রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা। বাজেট ঘাটতি ২ লাখ ২৬ হাজার কোটি টাকা, যা মূলত অভ্যন্তরীণ ঋণ ও বিদেশি সহায়তা থেকে পূরণ করা হবে।অর্থনীতিবিদদের মতে, অন্তর্বর্তীকালীন সরকারের সীমিত ক্ষমতা ও রাজনৈতিক দায়বদ্ধতার অভাবের কারণে বাজেটটি অনেকটাই ‘গড়পড়তা হিসাব’ হয়ে গেছে। জনজীবনের বাস্তব চিত্রকে খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি।

মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণির অনেকেই বলছেন, “দামের চাপ আর টানাটানির সংসারে বাজেট শুধু টেলিভিশনে দেখা যায়, জীবনে তা আর বাস্তবে নামে না।”অর্থনীতির ভারসাম্য রক্ষার নামে জীবনের ভার এখন অসহনীয় হয়ে উঠেছে বলে মন্তব্য অনেকের।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ