ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

ড. ইউনূসের পদত্যাগের গুঞ্জন: নেতৃত্বে কার নাম উঠে আসছে

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ মে ২৪ ১৪:২১:৫৫
ড. ইউনূসের পদত্যাগের গুঞ্জন: নেতৃত্বে কার নাম উঠে আসছে

নিজস্ব প্রতিবেদক: বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের পদত্যাগের সম্ভাবনা ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পাশাপাশি রাজনৈতিক চাপ বেড়ে যাওয়ায় সরকার এক ধরনের অস্থিরতার মধ্যে পড়েছে। এই প্রেক্ষাপটে ড. ইউনূস দায়িত্ব থেকে সরে দাঁড়াতে পারেন—এমন গুঞ্জন ছড়িয়ে পড়ায় শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।

বিএনপির শীর্ষ নেতারা জানিয়েছেন, যদি ইউনূস পদত্যাগ করেন, তবে দেশ বিকল্প নেতৃত্বের দিকেই তাকাবে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও এই ইস্যুতে মতামত দিয়েছেন—কেউ এটিকে স্বাভাবিক ঘটনা বলে মনে করছেন, আবার কেউ একে অনাকাঙ্ক্ষিত বলেও অভিহিত করছেন।

এর আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ইশরাক হোসেনের শপথ গ্রহণে বিলম্ব এবং সরকারের দুই উপদেষ্টার পদত্যাগ রাজনীতিতে বিতর্কের জন্ম দেয়। যদিও হাইকোর্টের রায়ে ইশরাকের শপথ সংক্রান্ত জটিলতা মিটে যায়, তবে নতুন প্রশ্ন উঠেছে—ড. ইউনূস কি স্বেচ্ছায় দায়িত্ব ছাড়ছেন?

জাতীয় সংলাপ পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, তার কাছে নিশ্চিত তথ্য রয়েছে—ড. ইউনূস নিজেই পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন। এ খবরে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল নিজেদের অবস্থান স্পষ্ট করছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, বিএনপি ড. ইউনূসের পদত্যাগ চায় না। তবে যদি তিনি ব্যক্তিগত সিদ্ধান্তে সরে দাঁড়ান, তাহলে দেশের স্বার্থে বিকল্প চিন্তা করতেই হবে। তার মতে, "এই পৃথিবীতে কেউই অপরিহার্য নয়।"

তিনি আরও অভিযোগ করেন, সরকারকে সহযোগিতা করলেও, কিছু মহল বিএনপিকে প্রতিপক্ষ হিসেবে দেখে চলেছে এবং অন্য একটি রাজনৈতিক দলের পক্ষে কাজ করছে। তিনি বলেন, "নির্বাচন, সংস্কার ও বিচার—সব একসাথে চলা সম্ভব। কিন্তু সরকার উদ্দেশ্যমূলকভাবে তা বিলম্বিত করছে।"

সালাহউদ্দিন আহমেদ দুঃখ প্রকাশ করে বলেন, "বিএনপি বারবার চেষ্টা করেও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে পারেনি। একটি জাতীয় রাজনৈতিক দলের প্রতিনিধি যদি কয়েক দিনেও দেখা না পায়, তা অত্যন্ত দুঃখজনক। আমরা শুধু বলতে চেয়েছি—সমস্যার একমাত্র সমাধান নির্বাচনমুখী রোডম্যাপ।"

তিনি আরও বলেন, "বিএনপি চায় ড. ইউনূস তার দায়িত্বে থেকেই একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের রোডম্যাপ দিন। তবেই জাতি সংকট থেকে বেরিয়ে আসবে। তবে যদি তিনি সরে দাঁড়ান, বিএনপি তার বিকল্প ভাবনায় প্রস্তুত রয়েছে।"

সোহাগ/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ