ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

অভিনেতা মুকুল দেব আর নেই, বলিউডে শোকের ছায়া

২০২৫ মে ২৪ ১৩:০৮:০৯
অভিনেতা মুকুল দেব আর নেই, বলিউডে শোকের ছায়া

নিজস্ব প্রতিবেদক: বলিউডের জনপ্রিয় অভিনেতা মুকুল দেব আর নেই। শুক্রবার, ২৩ মে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। পরদিন শনিবার (২৪ মে) তাঁর মৃত্যুর খবর গণমাধ্যমে প্রকাশ পায়।

ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন মুকুল। অবস্থা অবনতি হলে তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়। কিন্তু শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে পাড়ি জমান এই প্রিয় অভিনেতা।

বলিউডের 'সন অব সারদার' ছবির সহ-অভিনেতা বিন্দু দারা সিং মুকুলের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, “মুকুল আর আমাদের মাঝে নেই—এটা ভাবতেই কষ্ট হয়। বাবা-মায়ের মৃত্যুর পর থেকেই সে নিঃসঙ্গতায় ডুবে গিয়েছিল। কারো সঙ্গে দেখা করত না, একাকী জীবন যাপন করত। তাঁর পরিবার ও প্রিয়জনদের প্রতি রইল গভীর সহানুভূতি।”

অভিনেত্রী দীপশিখা নাগপাল ইনস্টাগ্রামে মুকুলের সঙ্গে একটি স্মরণীয় মুহূর্তের ছবি শেয়ার করে লিখেছেন, “মুকুল কখনোই আমাদের তার অসুস্থতার কথা জানায়নি। আমাদের বন্ধুদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সে ছিল নিয়মিত। আজ সকালে খবরটা পেয়ে বারবার ফোন করলেও ও আর সাড়া দেয়নি।”

১৯৯৬ সালে ‘দাস্তাক’ সিনেমার মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন মুকুল দেব। সেসময়ে সুস্মিতা সেন ও শ্রুতি কাপুরের সঙ্গে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। এরপর 'ডন', 'আর রাজকুমার', 'ইয়ামলা পাগলা দিওয়ানা', 'সন অব সারদার'-সহ বহু হিট ছবিতে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নেন।

বলিউড ছাড়াও তিনি তেলেগু, কন্নড় ও পাঞ্জাবি সিনেমায়ও অভিনয় করেছেন। পর্দায় শক্তিশালী পার্শ্বচরিত্রে তাঁকে দেখা যেত নিয়মিত। তাঁর বাস্তব ভাই, জনপ্রিয় অভিনেতা রাহুল দেবও মুকুলের চলে যাওয়ায় গভীরভাবে শোকাহত।

মুকুল দেবের অকালপ্রয়াণে বলিউড হারাল এক নির্ভরযোগ্য ও প্রতিভাবান অভিনেতাকে। সহকর্মী, বন্ধু এবং ভক্তদের চোখে জল এনে দিয়েছে এই মর্মান্তিক বিদায়।

সোহাগ/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ