ঢাকা, বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২

ভোক্তা অধিকার পরিচালকের ওপর হামলার ভিডিও ভুয়া, জানালেন তিনি নিজেই

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ মে ২১ ২১:১০:৫৪
ভোক্তা অধিকার পরিচালকের ওপর হামলার ভিডিও ভুয়া, জানালেন তিনি নিজেই

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া একটি মারধরের ভিডিও ঘিরে শুরু হয় ব্যাপক আলোচনা। অনেকেই দাবি করেন, ভিডিওতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার মন্ডলের ওপর হামলা চালানো হয়েছে। এই দাবি ঘিরে অনেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে হামলাকারীদের শাস্তির দাবি তোলেন।

একজন ফেসবুক ব্যবহারকারী রোকনুজ্জামান মন্তব্য করেন, “আব্দুল জব্বার মন্ডলের ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ন্যায় ও সততার লড়াই যেন হারিয়ে না যায়।”

তবে ভিডিওটি বিশ্লেষণ ও সংশ্লিষ্ট তথ্য যাচাই করে জানা গেছে, এই ঘটনার সঙ্গে আব্দুল জব্বার মন্ডলের কোনো সম্পর্ক নেই। তিনি নিজেই একটি ফেসবুক পোস্টে বিষয়টি স্পষ্ট করে জানান—"সম্প্রতি আমার নাম ব্যবহার করে একটি মারধরের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়ানো হয়েছে। এটি সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর। ভিডিওটির সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। এটি একটি ফেক নিউজ। সবাইকে অনুরোধ করছি গুজবে কান না দিতে।"

এমন ঘটনা এই প্রথম নয়। একই ভিডিও আগেও ব্যবহার করে গুজব ছড়ানো হয়েছিল যে ঢালিউড অভিনেতা মিশা সওদাগরের ওপর হামলা হয়েছে। অথচ সে সময় তিনি চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন।

মিশা সওদাগর ১৫ মে তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, “মহান আল্লাহর দরবারে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। গতকাল যুক্তরাষ্ট্রের ডালাসে আমার লিগামেন্ট অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন আমি বাসায় বিশ্রামে আছি। যারা দোয়া করেছেন, বিশেষ করে আমার চলচ্চিত্র পরিবার, সমিতি এবং সাংবাদিক সমাজ—সবাইকে কৃতজ্ঞতা জানাই।”

একই ভিডিও বারবার ভিন্ন ব্যক্তির নামে ছড়িয়ে সম্মানহানি এবং বিভ্রান্তি তৈরির পেছনে একটি স্বার্থান্বেষী মহল সক্রিয় রয়েছে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এ ধরনের অপপ্রচার রোধে প্রয়োজন জনসচেতনতা ও কঠোর আইনানুগ ব্যবস্থা।

সোহাগ/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ