ঢাকা, বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২

ঘূর্ণিঝড় ‘শক্তি’র প্রভাব: বাংলাদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ মে ১৮ ২৩:৫৩:৪৬
ঘূর্ণিঝড় ‘শক্তি’র প্রভাব: বাংলাদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক: আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘শক্তি’ আগামী ২৫ থেকে ২৬ মে’র মধ্যে ভারতের মুম্বাই উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় ঘূর্ণিঝড়টির বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮০-৯০ কিলোমিটার এবং দমকা হাওয়ার গতিবেগ হতে পারে ১২০ কিলোমিটার পর্যন্ত।

অন্যদিকে, বঙ্গোপসাগরেও আরেকটি নিম্নচাপের সম্ভাবনা দেখা দিয়েছে। এটি ২৮ মে নাগাদ বাংলাদেশের দক্ষিণাঞ্চলে আঘাত হানতে পারে। এর প্রভাবে উপকূলীয়সহ বেশ কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত শুরু হতে পারে।

সম্ভাব্য আবহাওয়ার পূর্বাভাস (২৮ মে – ১ জুন):

* ২৮ মে: দক্ষিণাঞ্চলে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হতে পারে

* ২৯-৩০ মে: খুলনা, বরিশালসহ দক্ষিণাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা

* ৩১ মে থেকে ১ জুন: দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে

বৃষ্টি বেশি হতে পারে যেসব অঞ্চলে:

* খুলনা, বরিশাল, কক্সবাজার, চট্টগ্রাম, রাঙামাটি ও সিলেট

* উত্তরাঞ্চলের ঠাকুরগাঁও, রংপুর, দিনাজপুর, ঘোড়াঘাট ও চররাজীবপুরে ১৯-২১ মে’র মধ্যে ভারী বৃষ্টি হতে পারে

তাপমাত্রার পূর্বাভাস:

* দক্ষিণবঙ্গে তাপমাত্রা থাকবে ৩২–৩৩ ডিগ্রি সেলসিয়াস

* উত্তরবঙ্গে এবং দেশের কিছু অঞ্চলে তাপমাত্রা থাকবে ২৮–৩১ ডিগ্রি সেলসিয়াস

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ২৮ মে থেকে ১ জুন পর্যন্ত বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় এবং মৌসুমি বৃষ্টির মিলিত প্রভাব দেখা দিতে পারে। উপকূলীয় এলাকাগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে ও সতর্ক থাকতে বলা হয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

জরুরী ভাবে তিন বিভাগে বন্যার শঙ্কা

জরুরী ভাবে তিন বিভাগে বন্যার শঙ্কা

সারাদেশে চলমান তীব্র তাপপ্রবাহে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। এর মধ্যেই কিছুটা স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। তাদের তথ্যমতে,... বিস্তারিত