ঢাকা, বুধবার, ২ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

ভারতের নজর রাখাইনে, বাংলাদেশের জন্য নতুন বিপদ

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ মে ১৮ ১৯:৪০:১৬
ভারতের নজর রাখাইনে, বাংলাদেশের জন্য নতুন বিপদ

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারের সংঘাতপূর্ন রাজ্য রাখাইন এখন ভারতের বিশেষ নজরে। ভারত শীঘ্রই কলকাতা থেকে সিত্তে বন্দর পর্যন্ত একটি বিকল্প যোগাযোগ পথ নির্মাণে উদ্যোগী হয়েছে, যা উত্তর-পূর্ব ভারতের সঙ্গে সমুদ্র ও সড়কপথে যুক্ত হবে। এই পরিকল্পনার কারণে বাংলাদেশে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম 'ইন্ডিয়ান এক্সপ্রেস' সূত্রে জানা যায়, শিলং থেকে শিলচর পর্যন্ত ১৬৭ কিলোমিটার দীর্ঘ চার লেনের একটি জাতীয় সড়ক তৈরি করা হবে, যার একটি শাখা মিয়ানমার সীমান্ত ঘেঁষে পাঁচটি গ্রামে যাবে। পরবর্তীতে, কলকাতা থেকে সিত্তে বন্দর, সেখান থেকে কালাদান নদী হয়ে পালেটোয়া এবং সড়কপথে মিজোরামের জরিনপুই পর্যন্ত যোগাযোগ স্থাপন করা হবে।

এদিকে, রাজনৈতিক উত্তেজনার মধ্যে বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক ক্রমেই সঙ্কটের দিকে এগিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ এখন ভারতীয় কৌশলে উপেক্ষিত হয়ে পড়ছে, যা আগে কখনো হয়নি। ভারত ছিল বাংলাদেশে বিভিন্ন ইস্যুতে প্রধান সহায়ক, কিন্তু বর্তমানে বাংলাদেশ একপ্রকার একঘরে হয়ে যাচ্ছে।

বিশেষ করে, বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস সম্প্রতি চীন সফরে গিয়ে বলেছিলেন, "উত্তর-পূর্ব ভারত স্থলবেষ্টিত, আর বাংলাদেশই তাদের একমাত্র সমুদ্রপথের অভিভাবক।" তার এই মন্তব্যের পরই ভারতের এই বিকল্প যোগাযোগ পথ প্রকল্পটি দ্রুত সামনে চলে আসে।

তবে বাস্তবতা হলো—আরাকান আর্মি নামে বিদ্রোহী গোষ্ঠী, যা রাখাইন অঞ্চলের ৮০ শতাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে, ভারতীয় এই প্রকল্প বাস্তবায়নের সুযোগ দেবে কি না, তা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

বিশ্লেষকদের মতে, যদি এই প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হয়, তবে দক্ষিণ-পূর্ব এশিয়ায় একটি নতুন ভৌগোলিক ভারসাম্য তৈরি হবে, যেখানে বাংলাদেশ একপ্রকার কোণঠাসা হয়ে পড়বে।আশা/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ