ঢাকা, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

কবে ঈদুল আযহা, জানা গেল সম্ভাব্য তারিখ ও ছুটির সময়সূচি

ধর্ম ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ মে ১৬ ১৭:৪৫:২৯
কবে ঈদুল আযহা, জানা গেল সম্ভাব্য তারিখ ও ছুটির সময়সূচি

নিজস্ব প্রতিবেদক: ঈদুল ফিতরের পর মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আযহা বা কোরবানির ঈদ ঘিরে শুরু হয়েছে দিন গণনা। অনেকেই জানতে চাইছেন—এবার কবে পালিত হবে ঈদুল আযহা? মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশের ঘোষণার ভিত্তিতে এ বিষয়ে কিছুটা ধারণা পাওয়া যাচ্ছে।

কুয়েত সরকার ২০২৫ সালের ঈদুল আযহা উপলক্ষে সরকারি ছুটির ঘোষণা দিয়েছে। সেখানকার জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, ২৭ মে চাঁদ দেখা গেলে ২৮ মে শুরু হবে জিলহজ মাস। সে হিসেবে ৫ জুন হবে আরাফাহ দিবস, আর ৬ জুন (শুক্রবার) উদযাপিত হবে ঈদুল আযহা।

কুয়েত ইতোমধ্যে ৫ থেকে ৯ জুন পর্যন্ত ঈদ উপলক্ষে পাঁচ দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে। এর মধ্যে ঈদের দিন ছাড়াও আগের দিন এবং পরের তিন দিন ছুটি থাকবে।

বাংলাদেশের চাঁদ দেখা সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর হয়ে থাকে। সেই হিসেবে বাংলাদেশে ঈদুল আযহা হতে পারে ৭ অথবা ৮ জুন। তবে চাঁদের অবস্থান ও চাঁদ দেখা সাপেক্ষে দেশের জাতীয় চাঁদ দেখা কমিটি চূড়ান্ত তারিখ ঘোষণা করবে।

ঈদুল আযহা ইসলাম ধর্মাবলম্বীদের জন্য আত্মত্যাগ ও ত্যাগের মহান শিক্ষা বহন করে। হযরত ইব্রাহিম (আ.)-এর আল্লাহর প্রতি আনুগত্য ও ত্যাগের স্মরণে এদিন পশু কোরবানি দিয়ে ঈদ উদযাপন করেন মুসলিমরা।

এদিকে বাংলাদেশে ইতোমধ্যেই শুরু হয়ে গেছে ঈদের প্রস্তুতি। বিভিন্ন হাটে উঠতে শুরু করেছে কোরবানির পশু। জমে উঠছে কেনাবেচা, প্রস্তুত হচ্ছে সরবরাহ চেইন। প্রবাসী বাংলাদেশিরাও নিজ নিজ দেশে থাকা পরিবারের জন্য পাঠাচ্ছেন কোরবানির খরচ ও উপহার।রনি/

ট্যাগ: ঈদুল আযহা

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ