ঢাকা, বুধবার, ২ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

অশ্লীলতার অভিযোগ ৯ তারকার বিরুদ্ধে আইনি নোটিশ

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ মে ১৫ ১০:৪৭:১৭
অশ্লীলতার অভিযোগ ৯ তারকার বিরুদ্ধে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক: সেলিব্রিটি ক্রিকেট লিগ ২০২৫-এ অশ্লীলতা ছড়ানোর অভিযোগে মডেল, অভিনেত্রী ও নির্মাতাসহ ৯ জনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। অভিযোগে বলা হয়েছে, খেলাধুলার পরিবেশে অশালীন পোশাক ও আচরণের মাধ্যমে ক্রিকেটের মর্যাদা ক্ষুণ্ণ করা হয়েছে।

আইনজীবী জিএম মাহমুদ বলেন, "ক্রিকেট বাঙালির আবেগের জায়গা। খেলাধুলার নামে যদি অশ্লীলতা ছড়ানো হয়, তাহলে তা পারিবারিকভাবে দেখার যোগ্যতা হারায়।" তিনি আরও বলেন, "ক্রিকেটের মতো একটি জনপ্রিয় খেলা যদি বিকৃতভাবে উপস্থাপিত হয়, তাহলে তার সম্মানহানি ঘটে।"

৫ মে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে শুরু হওয়া এই টুর্নামেন্টে শোবিজ অঙ্গনের অনেক পরিচিত মুখ অংশ নেন। তবে কিছু নারী খেলোয়াড়ের পোশাক ও আচরণ ঘিরে সামাজিক মাধ্যমে তীব্র বিতর্ক শুরু হয়।

নোটিশে বিশেষভাবে যে নয়জনের নাম উল্লেখ করা হয়েছে, তারা হলেন—মারিয়া, সিনথিয়া, ইয়াসমিন, কেয়া, পায়েল, নাদিয়া, আলিশা এবং নির্মাতা নিলা ইসলাম।

আইনি নোটিশে ১৫ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে—কেন তাদের বিরুদ্ধে অভিযোগ অমূলক বিবেচনা করা উচিত। ব্যাখ্যা না দিলে মানহানি ও অন্যান্য আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সোহাগ/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ