ঢাকা, বুধবার, ২ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

জামায়াতের প্রস্তাবে ক্ষুব্ধ মিয়ানমার, রোহিঙ্গাদের আবারও ‘বাংলাদেশি বাঙালি’ বলল জান্তা সরকার

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ মে ০৩ ১৫:৪৯:০৬
জামায়াতের প্রস্তাবে ক্ষুব্ধ মিয়ানমার, রোহিঙ্গাদের আবারও ‘বাংলাদেশি বাঙালি’ বলল জান্তা সরকার

নিজস্ব প্রতিবেদক: রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের জন্য পৃথক রাষ্ট্র গঠনের প্রস্তাব ঘিরে ফের উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার ভূরাজনীতিতে। বিতর্কিত এই প্রস্তাব এসেছে বাংলাদেশে অবস্থিত ইসলামপন্থী দল জামায়াতে ইসলামীর পক্ষ থেকে, যা সম্প্রতি ঢাকায় সফররত চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে তোলা হয়।

প্রস্তাবটি সামনে আসার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মিয়ানমারের সেনাসমর্থিত সরকার। তারা একে দেশটির “ভৌগোলিক অখণ্ডতার প্রতি হুমকি” এবং “একটি গভীর রাজনৈতিক ষড়যন্ত্র” বলে আখ্যা দিয়েছে।

যদিও জামায়াতের নায়েবে আমির ড. সৈয়দ আবদুল্লাহ এ ঘটনাকে ‘ভুল বোঝাবুঝি’ বলে দাবি করেছেন, তবে মিয়ানমার তা মানতে নারাজ। বরং পরিস্থিতির সুযোগে তারা রোহিঙ্গাদের আবারও “বাংলাদেশি বাঙালি” বলে দাবি করেছে এবং তাদের মিয়ানমারের নাগরিক হিসেবে স্বীকৃতি দিতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছে।

মিয়ানমারের এই প্রতিক্রিয়া উঠে এসেছে দেশটির সামরিক সরকারঘনিষ্ঠ সংবাদমাধ্যম *ইরাবতি*-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে। এতে জানানো হয়, রোহিঙ্গাদের নিয়ে ‘আবাসন ও যাচাই’-এর একটি প্রক্রিয়া চালু করা হয়েছে বলে জানালেও, আন্তর্জাতিক সম্প্রদায় ও বাংলাদেশ সরকার এটিকে সময়ক্ষেপণের কৌশল হিসেবে দেখছে।

প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশ-চীন-মিয়ানমার ত্রিপক্ষীয় বৈঠক নিয়মিতভাবে চীনের কুনমিংয়ে অনুষ্ঠিত হলেও রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যত কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। বরং সংকট আরও ঘনীভূত হয়ে ভারতের উত্তর-পূর্ব সীমান্ত পর্যন্ত পৌঁছে গেছে। এমনকি কিছু ভারতীয় এমপি রাখাইন অঞ্চল পুনরুদ্ধারের দাবিও তুলেছেন বলে জানা গেছে।

বিশ্বজুড়ে মিয়ানমারের সামরিক সরকারের ওপর চাপও বাড়ছে। আর্জেন্টিনার একটি আদালত এবং আন্তর্জাতিক অপরাধ আদালত ইতোমধ্যে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের সেনাপ্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে—জামায়াতের এই প্রস্তাব কেবলমাত্র একটি রাজনৈতিক চাল, নাকি এর পেছনে চীনের সঙ্গে সম্পর্ক গভীর করার কোনো কৌশল রয়েছে? আর সেই কৌশলের বলি কি হতে চলেছে রোহিঙ্গা জনগোষ্ঠী?

আয়শা সিদ্দিকা/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ