সদ্য সংবাদ
জমির দলিল হারিয়ে গেলে কী করবেন
-1200x800.jpg)
নিজস্ব প্রতিবেদক: জমির মূল দলিল হারানো বা পুড়ে যাওয়ার ঘটনা যে কারও জন্যই দুশ্চিন্তার কারণ হতে পারে। তবে আতঙ্কিত না হয়ে আইন অনুযায়ী কয়েকটি ধাপে এগোলেই সহজেই পুনরায় দলিল সংগ্রহ করা সম্ভব। নিচে ধাপে ধাপে জেনে নিন কীভাবে সমাধান করবেন।
দলিল হারালেই প্রথম কাজ: থানায় জিডি যেকোনো পরিস্থিতিতে দলিল হারালে প্রথমে নিকটস্থ থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে। এতে দলিল হারানোর সময়, স্থান, নম্বর ও জমির ঠিকানা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
স্ট্যাম্প পেপারে হলফনামা দিন জিডির পর, প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট বা নোটারি পাবলিকের মাধ্যমে একটি হলফনামা তৈরি করতে হবে। এতে দলিল হারানোর ঘটনা, জিডি নম্বর এবং জমির মালিক হিসেবে আপনার দাবি উল্লেখ থাকতে হবে।
সাব-রেজিস্ট্রি অফিস থেকে সত্যায়িত কপি সংগ্রহ করুন মূল দলিল রেজিস্ট্রি অফিসে সংরক্ষিত থাকলে সেখান থেকে সত্যায়িত কপি পাওয়া সম্ভব। এর জন্য প্রয়োজন হবে দলিল নম্বর ও তারিখ, হলফনামা, জিডি কপি, জাতীয় পরিচয়পত্র ও নির্ধারিত ফি।
ভূমি অফিসে আবেদন করে রেকর্ড সংশোধন করুন নতুন কপি পাওয়ার পর, ভূমি অফিসে গিয়ে নামজারি বা খতিয়ান সংশোধনের জন্য আবেদন করতে হবে। প্রয়োজনে ওয়ারিশ সনদও সংযুক্ত করতে হবে।
কোনো অবস্থাতেই জাল দলিল তৈরি করবেন না বা দালালের আশ্রয় নেবেন না। আইনি জটিলতায় পড়লে অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিন।
রানা/