সদ্য সংবাদ
বাংলাদেশের আকাশে সেনাদের মহড়া: শক্তি ও প্রস্তুতির বার্তা বিশ্বদরবারে

নিজস্ব প্রতিবেদক: ভারত-পাকিস্তান সীমান্তে যুদ্ধাবস্থার আশঙ্কা যখন তীব্রতর, ঠিক সেই সময়ে বাংলাদেশ আকাশপথে তুলে ধরলো নিজের সামরিক প্রস্তুতি ও আত্মবিশ্বাসের স্পষ্ট বার্তা। সাম্প্রতিক এক বাস্তব প্রশিক্ষণ মহড়ায় বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমানগুলো আকাশে নিখুঁত কৌশলে অভিযান চালিয়ে প্রদর্শন করেছে আধুনিক সামরিক সক্ষমতা।
এই মহড়া শুধু কৌশলগত প্রশিক্ষণ নয়—এটি ছিল জাতীয় মনোবল ও আত্মরক্ষার অঙ্গীকারের এক বহিঃপ্রকাশ। বার্তাটি ছিল পরিষ্কার: বাংলাদেশ কারো সঙ্গে যুদ্ধ চায় না, তবে যে কোনো হুমকি মোকাবেলায় সবসময় প্রস্তুত।
অনুষ্ঠানে উপস্থিত এক বক্তা বলেন, “আমি যুদ্ধবিরোধী মানুষ। আমরা শান্তির পক্ষে। কিন্তু আজকের বৈশ্বিক বাস্তবতায় চোখ বন্ধ করে বসে থাকাটা আত্মঘাতী। প্রস্তুতি মানে শুধু অস্ত্র নয়, এটা আত্মবিশ্বাস, সংগঠন ও জাতীয় ঐক্যের প্রতীক।”
তিনি আরও বলেন, “যেভাবে আমাদের সেনারা আকাশে নিখুঁত সমন্বয়ে অভিযান চালিয়েছে, তা দেখে গর্বে বুক ভরে গেছে। তারা দেখিয়েছে—বাংলাদেশ দুর্বল নয়, বরং সংগঠিত ও সক্ষম।”
মহড়ায় যে বার্তাটি সবচেয়ে স্পষ্টভাবে উঠে এসেছে, তা হলো—অর্থনৈতিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও নিরাপত্তা নিয়ে বাংলাদেশ কোনো আপস করতে রাজি নয়। বক্তার ভাষায়, “অর্থনীতি যেমনই হোক, নিরাপত্তার প্রশ্নে ছাড় দেওয়া যায় না। পরাজয় কোনো বিকল্প নয়—জয়ই একমাত্র লক্ষ্য।”
এই মহড়া দেশবাসীর পাশাপাশি আন্তর্জাতিক মহলেও আলোড়ন তুলেছে। বাংলাদেশ দেখিয়ে দিয়েছে—এখন সে আত্মবিশ্বাসী, সচেতন এবং সংকটে দৃঢ় অবস্থান নিতে প্রস্তুত।
সোহাগ/