সদ্য সংবাদ
ঈদের আগে সরকারি কর্মচারীদের জন্য দুঃসংবাদ
-1200x800.jpg)
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নতুন আচরণবিধি (কোড অব কন্ডাক্ট) চালু করেছে সরকার। এই নতুন নিয়ম মূলত সরকারি অ-আর্থিক প্রতিষ্ঠানের সেবাগ্রহীতাদের সন্তুষ্টি নিশ্চিত করার লক্ষ্যে তৈরি করা হয়েছে।
সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এক প্রজ্ঞাপনে জানিয়েছে, কোনো সরকারি কর্মকর্তা, কর্মচারী বা তাদের পরিবারের সদস্যরা এমন কোনো কাজে যুক্ত হতে পারবেন না, যা তাদের জন্য সরাসরি বা পরোক্ষভাবে আর্থিক সুবিধা বয়ে আনে। বিশেষ করে সেবা গ্রহণকারীদের কাছ থেকে অনৈতিক সুবিধা নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
এছাড়া, কোনো সংস্থার অনুমতি ছাড়া উপহার বা মূল্যবান সামগ্রী গ্রহণ করা যাবে না। প্রজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, কী ধরনের উপহার গ্রহণযোগ্য এবং সে বিষয়ে একটি তালিকা সংরক্ষণ করতে হবে।
অ-আর্থিক সংস্থা বলতে বোঝানো হয়েছে, আইন দ্বারা পরিচালিত স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত সংস্থা, সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ, কমিশন, কাউন্সিল ও বোর্ডসহ অন্যান্য প্রতিষ্ঠান।
সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ব্যক্তিগত ও দাপ্তরিক ভ্রমণ নির্দিষ্ট নীতিমালার আওতায় রাখা হয়েছে। শেয়ার, সিকিউরিটিজ বা অন্য আর্থিক সম্পদের লেনদেনও সরকারের নিয়ম মেনে করতে হবে।
নতুন আচরণবিধি অনুযায়ী, সরকারি কর্মচারীরা তাদের সংস্থার সঙ্গে ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ রাখতে পারবেন না এবং ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে কোনো কার্যক্রমে জড়িত হওয়া নিষিদ্ধ। পাশাপাশি, খণ্ডকালীন চাকরিও নিষিদ্ধ করা হয়েছে।
এই আচরণবিধিতে কর্মচারীদের পারস্পরিক সম্মান ও সহমর্মিতা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। জাতি, ধর্ম, বর্ণ বা লিঙ্গনির্বিশেষে সবার প্রতি সমান সম্মান প্রদর্শন করতে হবে এবং হেনস্তা বা বৈষম্যমুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।
সরকারি কেনাকাটায় স্বচ্ছতা বজায় রাখতে প্রতিযোগিতার নিয়ম অনুসরণ করতে বলা হয়েছে এবং স্বজনপ্রীতি বা পক্ষপাতিত্ব এড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। অর্থ বিভাগের অনুমতি ছাড়া কোনো বৈদেশিক ঋণ গ্রহণ বা বৈদেশিক মুদ্রায় দায় সৃষ্টি করা যাবে না।
এছাড়া, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকা বা চাকরিস্থল ত্যাগ করা নিষিদ্ধ করা হয়েছে। কোনো সরকারি কর্মচারী বিমা কোম্পানির এজেন্ট হিসেবেও কাজ করতে পারবেন না।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশকে ১০ বছর মেয়াদি গোল্ডেন ভিসা দেবে যে দেশ
- বাংলাদেশে অনুষ্ঠিত বিশাল কর্মসূচি নিয়ে যা বলছে ইসরায়েলি গণমাধ্যম
- কবে চালু হবে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা!
- চলে গেলেন জনপ্রিয় অভিনেত্রী গুলশান আরা আহমেদ
- ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’তে আগুন: সিসিটিভিতে ধরা পড়ল অজ্ঞাত যুবক
- তোফায়েল আহমেদের মৃত্যু নিয়ে গুজব: আসল ঘটনা কী?
- চট্টগ্রাম-১১ বিএনপি ও জামায়াতের প্রার্থী বাবা-ছেলের লড়াই
- কারাগারে ব্যারিস্টার সুমনের ‘ঝুলন্ত মরদেহ’ উদ্ধার যা জানা গেল
- সরকারি কর্মচারীদের পথ চিরতরে বন্ধ
- ড. ইউনূস প্রসঙ্গে সেনাপ্রধানের চাঞ্চল্যকর মন্তব্য
- জীবনসঙ্গী কি ভাগ্যে লেখা নাকি নিজের কর্মফল!
- ৫.৫ মাত্রার ভূমিকম্পে কেপে উঠল ইসলামাবাদ
- মোহামেডানের জার্সিতে খেলবেন মুস্তাফিজ
- ভারতের কাছে বাংলাদেশ বিক্রির গোপন ৭ দফা চুক্তি ফাঁস
- যেভাবে বুঝবেন আপনার সন্তান গোপনে পর্নোগ্রাফি দেখছে