ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

আছিয়ার পরিবারের দায়িত্ব নিলেন তারেক রহমান

২০২৫ মার্চ ১৯ ১০:৪৯:০৮
আছিয়ার পরিবারের দায়িত্ব নিলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: শিশু আছিয়ার মর্মান্তিক মৃত্যুর পর মানসিকভাবে বিপর্যস্ত ও ভারসাম্যহীন হয়ে পড়া তার বাবার পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আছিয়ার বাবা ফেরদৌস, যিনি পেশায় কৃষক ও ভ্যানচালক, তাকে ঢাকায় আনা হয়েছে চিকিৎসার জন্য।

নিজের আদরের ছোট মেয়ে আছিয়ার অকাল মৃত্যুকে মেনে নিতে না পেরে, গভীর মানসিক আঘাতের শিকার হয়ে ভারসাম্য হারিয়েছেন তার বাবা। এই পরিস্থিতি লক্ষ্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তৎক্ষণাৎ বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলামকে আছিয়ার বাবার চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

মঙ্গলবার (১৮ মার্চ) ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন নিজ দায়িত্বে আছিয়ার বাবাকে ঢাকায় আনার ব্যবস্থা করেন।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম তার তত্ত্বাবধানে ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে ফেরদৌসের ভর্তি ও চিকিৎসার ব্যবস্থা করেন।

সোহাগ/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ