ঢাকা, শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ নেতা স্থায়ীভাবে বহিষ্কার

২০২৫ মার্চ ০৭ ১০:১৪:০৩
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ নেতা স্থায়ীভাবে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগরের চার নেতাকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত নেতারা হলেন: যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান, যুগ্ম সদস্যসচিব সৈয়দ আবদুল্লাহ, যুগ্ম সদস্যসচিব রাকিব হাসান সুজন এবং সংগঠক সাফওয়ান ইফাজ। তারা দীর্ঘদিন ধরে সংগঠনের কার্যক্রমে অসামঞ্জস্যপূর্ণ আচরণ ও শৃঙ্খলাভঙ্গ করেছেন, যার ফলে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগরের আহ্বায়ক আল শাহরিয়ার এবং সদস্যসচিব জহুরুল তানভীর এক যৌথ সিদ্ধান্তে তাদের বহিষ্কারের বিষয়টি অনুমোদন করেছেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই চার নেতার সঙ্গে ভবিষ্যতে কোনো সাংগঠনিক সম্পর্ক রাখা যাবে না এবং তাদের কোনো কর্মকাণ্ডের সাথে যুক্ত হওয়া যাবে না। এছাড়া, তাদের যদি কোনো রাজনৈতিক বা সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করতে দেখা যায়, তার পুরো দায়ভার তারা নিজেরাই বহন করবেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগরের সংগঠন এ বিষয়ে কোনো দায় বা সহযোগিতা গ্রহণ করবে না।

এই সিদ্ধান্ত সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যা সংগঠনের আহ্বায়ক আল শাহরিয়ার, সদস্যসচিব জহুরুল তানভীর এবং মুখপাত্র আয়মান আহাদ স্বাক্ষরিত।

এ ব্যাপারে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে, তবে সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, শৃঙ্খলা রক্ষা করা অত্যন্ত জরুরি ছিল।

সোহাগ/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ