ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি থেকে দূরে থাকার ঘোষণা দিলেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী

২০২৫ মার্চ ০৩ ১২:৪১:২৬
মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি থেকে দূরে থাকার ঘোষণা দিলেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী

সাবেক শিল্প প্রতিমন্ত্রী এবং মোহনা টেলিভিশনের চেয়ারম্যান কামাল আহমেদ মজুমদার কারাগারে থাকার অবস্থায় আদালতে ডিজিটাল কোরআন শরীফ এবং তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধের আবেদন জানিয়েছেন। বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে কাফরুল থানায় দায়ের হওয়া এক হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর শুনানির সময় তিনি এই আবেদন করেন।

সোমবার (৩ মার্চ) সকালে তাকে অন্যান্য আসামিদের সঙ্গে আদালতে হাজির করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে গ্রেপ্তার করার আবেদন করলে বিচারক সেই আবেদন মঞ্জুর করেন। শুনানির এক পর্যায়ে কামাল আহমেদ মজুমদার আদালতকে তার কথা বলার জন্য হাত তোলেন এবং বিচারক তাকে অনুমতি দেন।

এ সময় তিনি বলেন, “আমার বয়স ৭৬ বছর, আমার চোখের দৃষ্টিশক্তি ৭০ শতাংশ কমে গেছে। আমি এখন আমার পরিবারের খোঁজও নিতে পারি না। আমি মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি থেকে দূরে থাকবো। আমি রাজনীতি থেকে পদত্যাগ করছি। আওয়ামী লীগের কোনো পদে আমি নেই, এখন আমি প্রাথমিক সদস্য পদ থেকেও পদত্যাগ করছি।”

তিনি আরও বলেন, “কারাগারে ডায়াবেটিস মাপার জন্য কোনো যন্ত্র বা ওষুধ দেওয়া হচ্ছে না, এমনকি পবিত্র কোরআন শরীফও আমাকে দেওয়া হয়নি। একের পর এক মামলা দিয়ে আমাকে নির্যাতন করা হচ্ছে, এবং এই বয়সে আমার ওপর অত্যাচার চালানো হচ্ছে। আল্লাহ ছাড়া আর কোনো উপায় নেই। আমি আপনার কাছে আবেদন করছি, ডায়াবেটিসের ওষুধ, মাপার যন্ত্র এবং ডিজিটাল কোরআন শরীফ দেওয়ার ব্যবস্থা করুন।” এসব কথা বলার সময় তিনি কান্নায় ভেঙে পড়েন।

বিচারক তার দাবি শোনার পর বলেন, “আপনি আপনার সব দাবি আইনজীবীর মাধ্যমে আদালতে আবেদন করুন।” এরপর বিচারক তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

মামলার সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে কাফরুল থানার বিআরটিএ অফিসের পেছনের রাস্তায় গুলিবিদ্ধ হন আতিকুল ইসলাম। তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ব্যবসায়ী আহসান হাবীব কাফরুল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যেখানে কামাল আহমেদ মজুমদার ১০ নম্বর এজাহারনামীয় আসামি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ