সদ্য সংবাদ
নতুন ছাত্ররাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বে কারা থাকছেন

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ ফেব্রুয়ারি বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন ছাত্ররাজনৈতিক দল। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রাথমিকভাবে দলের চারটি শীর্ষ পদ নিয়ে কাঠামো গঠনের পরিকল্পনা থাকলেও, বর্তমানে দুইটি নতুন পদ সংযোজনের আলোচনা চলছে। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি, তবে সবার আগ্রহ—দলটির শীর্ষ নেতৃত্বে কারা থাকছেন?
জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ উদ্যোগে গঠিত এই দলটি জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে আত্মপ্রকাশ করবে। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে দলের যাত্রা শুরু হবে।
২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে সার্জিস আলম বলেন,
_“নতুন বাংলাদেশের সবচেয়ে বড় প্রয়োজন একটি শক্তিশালী রাজনৈতিক দল। ব্যক্তিস্বার্থ, গোষ্ঠীস্বার্থ বা দলীয় স্বার্থ নয়—এই দল জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেবে।”_
দলের সম্ভাব্য শীর্ষ নেতৃত্ব নতুন দলটির সাংগঠনিক কাঠামোতে সমঝোতার ভিত্তিতে দুটি নতুন পদ সংযোজন করা হচ্ছে। ফলে, আহ্বায়ক, সদস্য সচিব, মুখপাত্র এবং মুখ্য সংগঠকের পাশাপাশি ‘জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক’ ও ‘জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব’ পদও থাকছে।
সূত্র বলছে, দলের শীর্ষ ছয়টি পদে আসতে পারেন:
আহ্বায়ক: নাহিদ ইসলাম
সদস্য সচিব: আক্তার হোসেন (জাতীয় নাগরিক কমিটির বর্তমান সদস্য সচিব)
মুখ্য সংগঠক: সার্জিস আলম
মুখপাত্র: হাসনাত আব্দুল্লাহ
জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক: আলী আহসান জোনায়েদ
জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব: নাসির উদ্দিন পাটোয়ারী
এছাড়া, গুরুত্বপূর্ণ পদ পেতে পারেন:
সামান্তা শারমিন (জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র) সারোয়ার তুষার, তাসনিম জারা, আরিফুল ইসলাম আদিব যুগ্ম আহ্বায়ক পদে সম্ভাব্য প্রার্থী)
অনিক রায়, মাহবুব আলম ও অলিকম (যুগ্ম সদস্য সচিব পদে বিবেচনায়) আব্দুল হান্নান মাসুদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক—তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে
ছাত্রনেতাদের নেতৃত্বে গঠিত এই নতুন রাজনৈতিক দল বিদ্যমান রাজনৈতিক কাঠামোয় কতটা প্রভাব ফেলতে পারে, তা নিয়ে আলোচনা তুঙ্গে। দলটির নেতৃত্ব ও আদর্শিক অবস্থান তরুণদের কতটা আকর্ষণ করবে, সেটাই হবে তাদের ভবিষ্যৎ সাফল্যের মূল চাবিকাঠি।
হাবিব/