সদ্য সংবাদ
আন্তর্জাতিক প্রতিবেদন ও রাজনীতির পরিণতি: ‘আপা’ চ্যাপ্টার ক্লোজ

নিজস্ব প্রতিবেদক: একসময় তার নাম ছিল দেশের সর্বত্র—‘আপা’ বলে পরিচিতি পেয়েছিলেন তিনি। তাঁর একমাত্র ডাকেই হতো নানান ঘটনার সূত্রপাত। তার হাসি, কথা এবং দৃঢ়তা ছিল টক অব দ্য কান্ট্রি। দেশে-বিদেশে এমন কেউ ছিল না, যিনি আপার আশীর্বাদ চাইতেন না। তাঁর একটি ইশারায় অনেকের জীবনে পরিবর্তন আসত, আর তিনি যে কোনো সময় হেলিকপ্টারে উড়াল দিতেন, এটা ছিল নিতান্তই স্বাভাবিক। একসময় এই আপার হাতে ছিল পৃথিবীর সমস্ত ক্ষমতা, তার কথার অবাধ্য কেউই হতো না।
তবে, একসময় ক্ষমতার রাজত্ব শেষ হয়। ইতিহাসে এরকম অনেক শাসক ছিলেন যারা একসময় অত্যাচারের পাত্র হয়ে তাদের রাজ্য হারিয়েছেন। ‘আপা’ও সেই পথেই হাঁটছেন, আজ তার অধ্যায় শেষ হয়ে গেছে। বহুদিনের রাজনীতি, হঠাৎ করেই উলট-পালট হয়ে যায়, আপার শাসন অনেকটা সমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছে।
জাতিসংঘের তদন্ত প্রতিবেদন প্রকাশের পর তার রাজনীতির পতন আর কিছুতেই রোধ করা সম্ভব হয়নি। আজ, অনেকেই শফিকুল আলমের মতো বলছেন, তার ফিরে আসার আর কোনো সম্ভাবনা নেই। আপার বিরুদ্ধে হওয়া তদন্ত, দেশে-বিদেশে তা স্পষ্ট হয়ে উঠেছে। এখন সবার কাছে পরিষ্কার যে, আপার অধ্যায় শেষ হয়ে গেছে এবং রাজনৈতিক মঞ্চ থেকে তাঁর নাম মুছে যাচ্ছে।
বিশ্বশক্তির নেতারা যেমন ট্রাম্প এবং মোদি, তাদের কাছে ‘আপা’ এক সময়ের মৃত ঘোড়া হয়ে গেছে। আর কোনো দেশও তাঁর রাজত্বের জন্য প্রয়োজনীয় গুরুত্ব দেখাতে আগ্রহী নয়। সময়ের সঙ্গে সঙ্গে, সব কিছুই বদলে যায় এবং আপার ক্ষমতার পতন হয়েছে।
আজ থেকে তাঁর রাজনীতির অধ্যায় ধীরে ধীরে উধাও হয়ে যাচ্ছে। তাঁর বিরুদ্ধে যাবতীয় অভিযোগ, জাতিসংঘের প্রতিবেদন, এবং দেশের ভেতরের পরিস্থিতি—সব কিছুই নিশ্চিত করেছে, তার পতন ছিল একেবারে অনিবার্য।
সোহাগ/