সদ্য সংবাদ
শিক্ষা ক্যাডার কর্মকর্তার আ.লীগের লিফলেট বিতরণ
লালমনিরহাটের পাটগ্রামের সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গণি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মুকিব মিয়া সম্প্রতি আওয়ামী লীগের লিফলেট বিতরণ করে নতুন বিতর্কের সৃষ্টি করেছেন। শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে তিনি আওয়ামী লীগের লিফলেট বিতরণ করেন। এর মাধ্যমে তিনি সরকারি চাকরিজীবীদের জন্য নির্ধারিত আচরণ বিধি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ উঠেছে।
মুকিব মিয়া বিসিএস শিক্ষা ক্যাডারের ৩১তম ব্যাচের কর্মকর্তা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। তিনি ছাত্রলীগের সোহাগ-নাজমুল কমিটির গণশিক্ষাবিষয়ক সম্পাদক ছিলেন। তাঁর ফেসবুক প্রোফাইল অনুসন্ধান করে দেখা যায়, তিনি শেখ হাসিনার একনিষ্ঠ সমর্থক এবং ড. মুহাম্মদ ইউনূসের কঠোর সমালোচক। ২০২৩ সালের ২৭ মার্চ তিনি শেখ হাসিনার ছবির সঙ্গে পোস্ট করেন, "বিজয় আসবেই"।
সরকারি চাকরিজীবীদের জন্য রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ নিষিদ্ধ হলেও মুকিব মিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের পক্ষে নানা পোস্ট দিয়েছেন। তাঁর কিছু পোস্টে তিনি ড. ইউনূসকে আক্রমণ করেছেন এবং তাঁর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেছেন। উদাহরণস্বরূপ, তিনি লিখেছেন "লোভে পাপ, পাপে ইউনূস", "ইউনূস বাহিনীর নির্যাতন নাৎসি হিটলারকেও হার মানায়", এবং "জঙ্গি ইউনূসের দিন শেষ"।
এই ধরনের পোস্ট সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮-এর ৩(খ) ধারা লঙ্ঘন হিসেবে চিহ্নিত করা হয়েছে। ২০ জানুয়ারি, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছে এবং তাকে ১০ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, মুকিব মিয়া ৬ অক্টোবর নিরীক্ষা অধিদপ্তর থেকে হবিগঞ্জ সরকারি মহিলা কলেজে বদলি হন, তবে সেখানে মাত্র একদিন উপস্থিত ছিলেন। পরবর্তীতে তাঁকে লালমনিরহাটের পাটগ্রামের কলেজে বদলি করা হয়, কিন্তু কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, গত সাড়ে তিন মাসে তিনি একদিনও কর্মস্থলে যাননি। তিনি অনলাইনে যোগদানের আবেদন করলেও তাঁর কাগজপত্র জমা পড়েনি।
এ বিষয়ে মুকিব মিয়া নিজেকে নির্দোষ দাবি করে বলেন, "ড. ইউনূস সংবিধান লঙ্ঘন করছেন, আমি তার প্রতিবাদ করছি। আওয়ামী লীগও একই প্রতিবাদ করছে। তাই আওয়ামী লীগের লিফলেট বিতরণ আমার অধিকার।" চাকরিতে যোগ না দেওয়ার প্রসঙ্গে তিনি জানান, তিনি তিন মাসের অসুস্থতাজনিত ছুটির আবেদন করেছেন, তবে তাঁর সঙ্গে কোনো চিকিৎসকের সুপারিশপত্র জমা দেননি।
সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা ১৯৭৯-এর ২৫ (১) ধারা অনুযায়ী, সরকারি কর্মচারী কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারবেন না বা রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবেন না। এই বিধি লঙ্ঘন করলে সর্বোচ্চ শাস্তি হিসেবে চাকরিচ্যুতির ব্যবস্থা হতে পারে।
এখন দেখার বিষয়, মুকিব মিয়া বিরুদ্ধে নেওয়া প্রশাসনিক সিদ্ধান্ত কোন দিকে মোড় নেয় এবং এই বিতর্কের পরিণতি কী হয়।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নবম পে-স্কেল: ২০ গ্রেড কমে ১৩ গ্রেড, সর্বোচ্চ বেতন ১.২৮ লাখ
- নবম জাতীয় পে স্কেল: গ্রেড কমছে, বেতন বাড়ছে দ্বিগুণ
- নতুন পে স্কেল: ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর
- আবারও প্রার্থী পরিবর্তন করল বিএনপি: দেখে নিন চুড়ান্ত তালিকা
- বিএনপির চূড়ান্ত মনোনয়নে বড় পরিবর্তন: নতুন এলেন যারা-বাদ পড়লেন যারা
- নতুন মহার্ঘ ভাতা: কার বেতন কত হবে? যা জানাল অর্থ মন্ত্রণালয়
- ভয়াবহ ভূমিকম্প: জানুন কত মাত্রার-উৎপত্তি কোথায়?
- ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: জানুন উৎপত্তি স্থল-ক্ষয়ক্ষতির পরিমাণ
- বিএনপির হাইকমান্ডের নির্দেশে আবারও পরিবর্তন প্রার্থী তালিকা
- নবম জাতীয় পে স্কেল ২০২৬: যত টাকা বেতন পাবে সরকারি চাকরিজীবিরা
- আপডেট খবর: নির্বাচনের নতুন তারিখ ঘোষণা
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত? জানুন সর্বশেষ তথ্য
- খালেদা জিয়ার জানাজা কোথায়-কখন জানালেন সালাহউদ্দিন আহমদ
- ১২ ফেব্রুয়ারির নির্বাচন: বিএনপির প্রার্থী তালিকায় শেষ মুহূর্তে বড় রদবদল, দেখে নিন তালিকা
- শেষ মুহূর্তে বিএনপির ১৫ আসনে প্রার্থী পরিবর্তন, দেখুন নতুন তালিকা