সদ্য সংবাদ
সুখবর: বিনা খরচে দেশে ফিরবে প্রবাসীদের মরদেহ
বিশ্বের বিভিন্ন দেশে প্রায় দেড় কোটি বাংলাদেশি প্রবাসী জীবিকা নির্বাহ করছেন। বিদেশে কাজের জন্য পাড়ি জমালেও অনেকের শেষ ঠিকানা হয়ে দাঁড়ায় সেই প্রবাসী জীবন। কাজের সময় মৃত্যু হলে, প্রবাসী পরিবারের জন্য শুরু হয় এক চরম দুঃখজনক পরিস্থিতি। মরদেহ দেশে ফেরাতে যে বিপুল অর্থ প্রয়োজন, তা অনেক সময় অনেকের পক্ষে সম্ভব হয় না। এর ফলস্বরূপ, অনেক মরদেহ মর্গে পড়ে থাকে, কখনও কখনও প্রবাসী দেশের মাটিতেই দাফন করতে হয়।
এ সংকটের সমাধানে এগিয়ে এসেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। সংস্থাটি ঘোষণা করেছে, মালদ্বীপে মৃত্যু বরণকারী বাংলাদেশি প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে ফেরত আনা হবে।
মালদ্বীপের আইন অনুযায়ী, সেখানে কোনো বিদেশি কর্মীর মৃত্যু হলে তার মরদেহ দেশে পাঠানোর দায়িত্ব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের। তবে যারা অবৈধভাবে অথবা ফ্রি ভিসায় কর্মরত, তাদের ক্ষেত্রে বিষয়টি জটিল হয়ে ওঠে। এ ক্ষেত্রে প্রায়ই দীর্ঘসূত্রতা, অতিরিক্ত খরচ এবং মর্গের ভাড়ার চাপ তৈরি হয়। ইউএস-বাংলা এয়ারলাইন্সের এই উদ্যোগ প্রবাসীদের জন্য এক বড় সহায়তা হয়ে দাঁড়াবে।
মালদ্বীপে বর্তমানে প্রায় এক লাখ বাংলাদেশি কর্মরত রয়েছেন। তাদের মধ্যে অনেকেই অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত এবং নিম্ন আয়ের। ইউএস-বাংলার এই উদ্যোগ তাদের জন্য আশীর্বাদস্বরূপ, যেটি কর্মক্ষেত্রের পাশাপাশি প্রবাসী জীবনের অন্যান্য চ্যালেঞ্জগুলো মোকাবিলায় সহায়ক হবে।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের স্টেশন ম্যানেজার জাহিদুল ইসলাম জানান, "আমরা সব দেশ থেকেই প্রবাসীদের মরদেহ বিনামূল্যে ফেরত আনি, মালদ্বীপ থেকেও এর ব্যতিক্রম হবে না। আমাদের লক্ষ্য সব বাংলাদেশির মরদেহ ফিরিয়ে আনা।"
এ উদ্যোগে প্রবাসীদের মধ্যে এক নতুন আশার সঞ্চার হয়েছে। তারা আশা করছেন, ইউএস-বাংলার পাশাপাশি অন্যান্য এয়ারলাইনসগুলোও একই ধরনের সেবা প্রদান করবে, বিশেষ করে বাংলাদেশ বিমানকেও এ উদ্যোগ গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, ইউএস-বাংলার এই পদক্ষেপ প্রবাসীদের দীর্ঘদিনের সমস্যার সমাধানে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি শুধু প্রবাসীদের জন্য সহায়ক হবে না, বরং এয়ারলাইন্সটির সুনামও আরও বৃদ্ধি পাবে।
এ ধরনের উদ্যোগের মাধ্যমে প্রবাসীদের প্রতি দায়িত্বশীল মনোভাব ও সহানুভূতি প্রদর্শন করা সম্ভব হবে এবং বাংলাদেশের কর্মীরা আরও আত্মবিশ্বাস নিয়ে বিদেশে কাজ করতে পারবেন। ইউএস-বাংলার এই মহতী পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নবম পে-স্কেল: ২০ গ্রেড কমে ১৩ গ্রেড, সর্বোচ্চ বেতন ১.২৮ লাখ
- নবম জাতীয় পে স্কেল: গ্রেড কমছে, বেতন বাড়ছে দ্বিগুণ
- নতুন পে স্কেল: ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর
- আবারও প্রার্থী পরিবর্তন করল বিএনপি: দেখে নিন চুড়ান্ত তালিকা
- বিএনপির চূড়ান্ত মনোনয়নে বড় পরিবর্তন: নতুন এলেন যারা-বাদ পড়লেন যারা
- নতুন মহার্ঘ ভাতা: কার বেতন কত হবে? যা জানাল অর্থ মন্ত্রণালয়
- ভয়াবহ ভূমিকম্প: জানুন কত মাত্রার-উৎপত্তি কোথায়?
- ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: জানুন উৎপত্তি স্থল-ক্ষয়ক্ষতির পরিমাণ
- বিএনপির হাইকমান্ডের নির্দেশে আবারও পরিবর্তন প্রার্থী তালিকা
- নবম জাতীয় পে স্কেল ২০২৬: যত টাকা বেতন পাবে সরকারি চাকরিজীবিরা
- আপডেট খবর: নির্বাচনের নতুন তারিখ ঘোষণা
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত? জানুন সর্বশেষ তথ্য
- খালেদা জিয়ার জানাজা কোথায়-কখন জানালেন সালাহউদ্দিন আহমদ
- ১২ ফেব্রুয়ারির নির্বাচন: বিএনপির প্রার্থী তালিকায় শেষ মুহূর্তে বড় রদবদল, দেখে নিন তালিকা
- শেষ মুহূর্তে বিএনপির ১৫ আসনে প্রার্থী পরিবর্তন, দেখুন নতুন তালিকা