ঢাকা, শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২

মেগা ফাইনালে রাতে ব্রাজিলের মুখোমুখি আর্জেন্টিনা, খেলা দেখবেন যেভাবে

ফুটবল ডেস্ক . ২৪ নিউজ
২০২৪ অক্টোবর ০৬ ১৩:৩৮:৪৯
মেগা ফাইনালে রাতে ব্রাজিলের মুখোমুখি আর্জেন্টিনা, খেলা দেখবেন যেভাবে

ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা, দর্শকের মধ্যে চলছে বাড়তি উন্মাদনা। আবার এক জমজমাট লড়াই দেখার অপেক্ষায় ভক্ত-সমর্থকরা।

ফিফা ফুটসাল বিশ্বকাপের দশম আসর বসেছে উজবেকিস্তানে। ইতোমধ্যে নির্ধারিত হয়েছে টুর্নামেন্টের দুই জনপ্রিয় ফাইনালিস্ট। শিরোপার লড়াইয়ে মেগা ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই টুর্নামেন্টেরও আয়োজক বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা।

ফিফা ফুটসালের দশম আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে আজ সন্ধ্যায়। উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের হুমো অ্যারেনায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়।

অপরদিকে ১০ আসরের মধ্যে এটি ব্রাজিলের ৭ম ফাইনাল। আগের ছয় ফাইনালের পাঁচটিতেই চ্যাম্পিয়ন হয় ৫ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। এবার জিততে পারলে ‌‌‘হেক্সা মিশন’ পূর্ণ করবে সেলেসাওরা।

অনলাইনে দেখবেন যেভাবে সরাসরি খেলা

ফাইনাল ম্যাচটি অনলাইনে সরাসরি দেখতে পারবেন ফুটবল ভক্ত সমর্থকরা। বাংলাদেশ থেকে ম্যাচটি বিনামূল্যে দেখতে পারবেন ফিফা প্লাসে।

ম্যাচটি শুরু হওয়ার পর এখানেক্লিক করেও সরাসরি দেখতে পারবেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ