ঢাকা, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২

হাসান

রিপোর্টার

বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া আর নেই

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ ডিসেম্বর ৩০ ০৯:৪৯:২৮
বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া আর নেই

হাসান: বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিরবিদায় নিয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।

হাসপাতালে শেষ মুহূর্তের লড়াইগত ২৩ নভেম্বর থেকে ফুসফুস, লিভার ও কিডনিজনিত নানা জটিলতা নিয়ে এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছিলেন, তিনি এক অত্যন্ত জটিল ও সংকটময় মুহূর্ত পার করছিলেন। আজ ফজরের নামাজের ঠিক পরেই দেশ ও জাতির জন্য এক অপূরণীয় শূন্যতা রেখে তিনি পরপারে পাড়ি জমান। বিএনপির মিডিয়া সেল ও ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে সকলের নিকট দোয়া চাওয়া হয়েছে।

ফার্স্ট লেডি থেকে রাজনীতির কাণ্ডারি১৯৪৫ সালে দিনাজপুরে জন্মগ্রহণ করা খালেদা জিয়ার রাজনৈতিক যাত্রা ছিল রূপকথার মতো। ১৯৬০ সালে জিয়াউর রহমানের সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হওয়ার পর তিনি ফার্স্ট লেডি হিসেবে বিশ্বমঞ্চে পরিচিতি পান। তবে ১৯৮১ সালে জিয়াউর রহমানের অকাল প্রয়াণের পর দলের অস্তিত্ব রক্ষায় তিনি রাজনীতিতে নামেন। ১৯৮৪ সালে বিএনপির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব নিয়ে স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে যে নেতৃত্ব তিনি দিয়েছিলেন, তা তাঁকে ইতিহাসে ‘আপসহীন নেত্রী’ হিসেবে অমর করে রেখেছে।

রেকর্ড গড়া প্রধানমন্ত্রী ও উন্নয়নের কারিগরবেগম খালেদা জিয়ার রাজনৈতিক ক্যারিয়ার অর্জনে ঠাসা। তিনি বাংলাদেশের একমাত্র রাজনীতিবিদ, যিনি সংসদীয় জীবনে লড়া প্রতিটি আসনেই জয়লাভ করেছেন, কখনও পরাজিত হননি। ১৯৯১ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হয়ে তিনি বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা ও নারী শিক্ষার প্রসারে উপবৃত্তি চালুর মাধ্যমে শিক্ষা খাতে বিপ্লব আনেন। ২০০১ সালে আবারও বিপুল ভোটে প্রধানমন্ত্রী হয়ে দেশের উন্নয়নে ব্যাপক অবদান রাখেন। ২০০৫ সালে বিশ্বের ক্ষমতাধর নারীদের তালিকায় তিনি ২৯তম স্থান অধিকার করেন এবং ২০১১ সালে নিউ জার্সি সিনেট তাঁকে ‘গণতন্ত্রের যোদ্ধা’ উপাধিতে ভূষিত করে।

কারাগারের অগ্নিপরীক্ষা ও অন্তিম মুক্তি২০১৮ সালে বিতর্কিত মামলায় কারাবন্দি হওয়া থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান পর্যন্ত তাঁর জীবন ছিল সংগ্রামের। ছাত্র-জনতার বিপ্লবে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি সকল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা থেকে খালাস পান। জীবনের শেষ দিনগুলোতে অসুস্থতার সঙ্গে লড়াই করলেও গণতন্ত্র পুনরুদ্ধারের স্বপ্ন ছিল তাঁর চোখে-মুখে। তাঁর প্রয়াণে বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে যে বিশাল শূন্যতা তৈরি হলো, তা অপূরণীয়।

ট্যাগ: বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদ খালেদা জিয়া আর নেই আজ বিএনপি চেয়ারপারসনের জানাজা কোথায় খালেদা জিয়ার জীবনী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার শেষ মুহূর্ত আপসহীন নেত্রী খালেদা জিয়া খবর তারেক রহমান ও খালেদা জিয়ার মৃত্যু বিএনপির বর্তমান খবর আজ খালেদা জিয়ার জানাজার সময়সূচি বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়ার অবদান খালেদা জিয়ার মৃত্যুতে শোক জিয়া পরিবার ও বিএনপি নিউজ ৩ বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া খালেদা জিয়ার জানাজা লাইভ Khaleda Zia Death News Today Begum Khaleda Zia Passes Away Former PM Khaleda Zia Funeral BNP Chairperson Khaleda Zia News Khaleda Zia Biography and History Evercare Hospital Dhaka Update Tarique Rahman Mother Death News Khaleda Zia Success Stories Bangladesh Politics Breaking News Today Khaleda Zia Uncompromising Leader BNP News Bangladesh 2026 Begum Khaleda Zia Passed Away at 6am Funeral Prayer of Khaleda Zia Last News of Khaleda Zia History of Khaleda Zia Prime Minister

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ