ঢাকা, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

চট্টগ্রামে আইনজীবী হ*ত্যা, যে ঘোষণা দিলেন প্রধান উপদেষ্টা

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৪ নভেম্বর ২৬ ২১:৫৫:৫২
চট্টগ্রামে আইনজীবী হ*ত্যা, যে ঘোষণা দিলেন প্রধান উপদেষ্টা

চট্টগ্রামে সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও নিন্দা জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দ্রুত যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। এই মর্মান্তিক ঘটনার পর শহরজুড়ে শোক ও উত্তেজনা বিরাজ করছে।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, ড. মুহাম্মদ ইউনূস শান্তি ও সম্প্রীতি রক্ষার আহ্বান জানিয়ে বলেছেন, “দেশের মানুষকে যেকোনো ধরণের অপ্রীতিকর কাজ থেকে বিরত থাকতে হবে। সংঘর্ষ ও হিংসা কোনো সমাধান নয়।"

তিনি সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে এবং বন্দর নগরীর নিরাপত্তা জোরদারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন।

অন্তর্বর্তীকালীন সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং দেশের স্থিতিশীলতা বজায় রাখতে বদ্ধপরিকর বলে জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, “আমরা যেকোনো মূল্যে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করবো।"

এ ঘটনায় প্রধান উপদেষ্টা নিহত আইনজীবীর পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন এবং এই হত্যাকাণ্ডের দ্রুত ও সঠিক তদন্ত করে অপরাধীদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন।

সরকার সংশ্লিষ্ট সংস্থাগুলোকে দ্রুত ব্যবস্থা নিতে বলেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শহরের নিরাপত্তা জোরদার করার পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শন ও প্রমাণ সংগ্রহে কাজ করছে।

আইনজীবী আলিফের মৃত্যুতে সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছে বিভিন্ন মহল।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচ, দেখেনিন ফলাফল

চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচ, দেখেনিন ফলাফল

দীর্ঘ ১৫ বছরের অপেক্ষার অবসান। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সাদা পোশাকের ক্রিকেটে অবশেষে জয়ের দেখা পেল বাংলাদেশ। জ্যামাইকায় কিংস্টনের স্যাবাইনা পার্কে... বিস্তারিত



রে