ঢাকা, শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২

রাকিব

সিনিয়র রিপোর্টার

ব্রেকিং নিউজ: বিএনপির আরও ৪৪ নেতাকে বহিষ্কার

২০২৬ জানুয়ারি ৩১ ১৬:২১:১০
ব্রেকিং নিউজ: বিএনপির আরও ৪৪ নেতাকে বহিষ্কার

রাকিব: দলীয় সিদ্ধান্ত অমান্য ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের মোট ৪৪ জন নেতা-কর্মীকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শৃঙ্খলা রক্ষায় নেওয়া এই সিদ্ধান্তকে দলের পক্ষ থেকে ‘কঠোর বার্তা’ হিসেবে দেখা হচ্ছে।

শনিবার (৩১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য এবং সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্টদের প্রাথমিক সদস্য পদসহ বিএনপির সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

গাইবান্ধায় উপজেলা পর্যায়ের চার নেতা বহিষ্কার

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মতলেবুর রহমান রেজা, মো. আবুল কালাম আজাদ ও মো. এনামুল হক শিল্পী এবং উপজেলা বিএনপির সদস্য মোছা. মুনমুন রহমানকে দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়েছে।

সিলেটে উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপিতে বড় ধরনের বহিষ্কার

সিলেট জেলায় দলীয় সিদ্ধান্ত অমান্যের অভিযোগে জকিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম, যুগ্ম সম্পাদক মাসুক আহমদ, সদস্য রিপন আহমদ এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আহমদকে বহিষ্কার করা হয়।

এছাড়া কানাইঘাট উপজেলা বিএনপির সহসভাপতি ওয়েছ আহমদ, সাংগঠনিক সম্পাদক খছরুজ্জামান পারভেজ, কোষাধ্যক্ষ আবুল বাশার, ২নং লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও ৯নং রাজাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হোসেন নিমারকেও দল থেকে বহিষ্কার করা হয়েছে।

ময়মনসিংহে একযোগে বহিষ্কার ২৭ নেতা-কর্মী

অন্য একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ময়মনসিংহ উত্তর জেলাধীন হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কবী মোজাম্মেল হোসেন খান, সাজ্জাদ হোসেন খান হীরা, আ.ন.ম সাদেকুর রহমান নঈমসহ মোট ১৩ জন এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ দেলোয়ার হোসেন বিপ্লবসহ আরও কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে।

এছাড়া ধোবাউড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. কাছিম উদ্দিন বিশ্বাস, মো. নজরুল ইসলাম দুলাল, মো. মঞ্জুরুল হক মুঞ্জু, মো. মেজবাহ উদ্দিন মামুনসহ মোট ১৪ জন নেতা-কর্মীকেও প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।

দলীয় বার্তা: শৃঙ্খলার প্রশ্নে কোনো ছাড় নয়

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সংগঠনের শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের সিদ্ধান্ত নিতে পিছপা হবে না দল। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না বলেও বিজ্ঞপ্তিতে ইঙ্গিত দেওয়া হয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ