ঢাকা, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২

হাসান

রির্পোটার

শিক্ষকদের ৫ ধরনের তথ্য প্রেরণে জরুরী নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৬ জানুয়ারি ২৯ ২০:০৬:৩২
শিক্ষকদের ৫ ধরনের তথ্য প্রেরণে জরুরী নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের

হাসান: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের তথ্য নিয়ে কড়াকড়ি নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী সাত কর্মদিবসের মধ্যে জরুরি ভিত্তিতে নির্দিষ্ট পাঁচ ধরনের তথ্য পাঠাতে বলা হয়েছে। এ বিষয়ে নির্দেশনাপত্র মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে আনুষ্ঠানিকভাবে এ নির্দেশ জারি করা হয়।

নির্দেশনায় জানানো হয়েছে, ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত প্রতিটি শিক্ষকের-

নাম,

নিবন্ধন নম্বর,

যে প্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ করা হয়েছে তার নাম,

যোগদানের তারিখ,

এবং এমপিওভুক্ত না হওয়ার কারণ।

এই পাঁচটি তথ্য নির্ধারিত ছক অনুযায়ী পাঠাতে হবে। পাশাপাশি প্রতিটি তথ্যের শেষে মন্তব্য যুক্ত করাও বাধ্যতামূলক করা হয়েছে।

সূত্র জানায়, গত ৭ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালকদের সঙ্গে এক মতবিনিময় সভায় ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে এমপিওভুক্ত হতে না পারা শিক্ষকদের পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্তের বাস্তবায়ন হিসেবেই এবার এই নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের চিঠিতে আরও বলা হয়েছে, এনটিআরসিএর মাধ্যমে ৬ষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ৪১ হাজার ৬২৭ জন শিক্ষককে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছিল। তাঁদের মধ্যে কতজন যোগদান করেছেন, কতজন যোগদানের পর পদায়ন পাননি, পদায়নে কোনো জটিলতা রয়েছে কি না, যোগদানকারীদের মধ্যে কতজন এমপিওভুক্ত হয়েছেন এবং কারা এখনো এমপিওভুক্ত হননি এসব বিস্তারিত তথ্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো অত্যাবশ্যক।

উল্লেখ্য, তথ্য সংগ্রহসংক্রান্ত এই সিদ্ধান্তটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় চূড়ান্ত হয়।

এ প্রেক্ষাপটে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে ২০২৫ সালে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের সব তথ্য নির্ধারিত ছক অনুযায়ী সাত দিনের মধ্যে জরুরি ভিত্তিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ