ঢাকা, শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২

হাসান

রিপোর্টার

উত্তাল শাহবাগ: হাদি হ’ত্যার বিচারের দাবিতে তৃতীয় দফা অবরোধ

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৬ জানুয়ারি ০২ ১৬:৪০:৫৯
উত্তাল শাহবাগ: হাদি হ’ত্যার বিচারের দাবিতে তৃতীয় দফা অবরোধ

হাসান: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে টানা তৃতীয়বারের মতো রাজধানীর গুরুত্বপূর্ণ শাহবাগ চত্বর অবরোধ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন তাঁরা।

স্লোগানে স্লোগানে প্রকম্পিত শাহবাগআন্দোলনকারীদের গগনবিদারী স্লোগানে এসময় প্রকম্পিত হয়ে ওঠে শাহবাগ এলাকা। ‘বইলা গেছে হাদি ভাই, আমার খুনের বিচার চাই’, ‘শাহবাগ না ইনসাফ, ইনসাফ ইনসাফ’—এমন সব স্লোগানে বিচারহীনতার বিরুদ্ধে নিজেদের অনড় অবস্থানের জানান দেন ইনকিলাব মঞ্চের কর্মীরা। শাহবাগ মোড় অবরোধের ফলে আশপাশের রাস্তায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

গোপন বৈঠকের বিরুদ্ধে হুঁশিয়ারিশাহবাগের সমাবেশে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের রাজনৈতিক দলগুলোর উদ্দেশে এক কড়া বার্তা দেন। তিনি স্পষ্ট করে বলেন, “আপনাদের সাথে কেউ বৈঠক করতে আসলে তা অবশ্যই হতে হবে প্রকাশ্যে। কোনো গোপন বা সিক্রেট বৈঠক আমরা মেনে নেব না। বিশেষ করে দিল্লির সাথে বাংলাদেশের কোনো লুকোচুরি বৈঠক চলবে না।”

আধিপত্যবাদের বিরুদ্ধে সার্বভৌমত্বের লড়াইআবদুল্লাহ আল জাবের তাঁর বক্তব্যে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে আপসহীন থাকার ঘোষণা দেন। তিনি বলেন, “ভারত হোক কিংবা আমেরিকা বাংলাদেশের ওপর কোনো ধরনের বিদেশি আধিপত্যবাদ বরদাশত করা হবে না। আমাদের এই লড়াই কেবল শুরু। ওসমান হাদি আমাদের লড়াইয়ের পথ দেখিয়ে গেছেন। আমরা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কারও হাতে তুলে দেব না।”

তিনি আরও উল্লেখ করেন যে, ওসমান হাদির রক্ত বৃথা যেতে দেওয়া হবে না এবং সকল প্রকার দেশি-বিদেশি ষড়যন্ত্র ও আধিপত্যবাদের বিরুদ্ধে ইনকিলাব মঞ্চের এই সংগ্রাম অব্যাহত থাকবে।

ট্যাগ: শরীফ ওসমান হাদি হত্যার বিচার ইনকিলাব মঞ্চ শাহবাগ অবরোধ আজ আবদুল্লাহ আল জাবেরের ভাষণ শাহবাগ মোড় বিক্ষোভ ২ জানুয়ারি হাদি হত্যার বিচার চাই স্লোগান আধিপত্যবাদ বিরোধী আন্দোলন বাংলাদেশ ইনকিলাব মঞ্চ নিউজ আপডেট দিল্লি ও গোপন বৈঠক বিতর্ক শহীদ ওসমান হাদি ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগ ইনসাফ চত্বর খবর বাংলাদেশের সার্বভৌমত্ব ও ইনকিলাব মঞ্চ জুমার পর শাহবাগে বিক্ষোভ ওসমান হাদি হত্যা মামলা আপডেট বাংলাদেশের রাজনীতিতে ভারতীয় আধিপত্য শাহবাগ ট্রাফিক জ্যাম আজ Sharif Osman Hadi Murder Justice Inquilab Mancha Shahbagh Protest Abdullah Al Jaber Speech Today Shahbagh Blockade Jan 2 Justice for Osman Hadi News Anti-Hegemony Movement Bangladesh Inquilab Mancha Latest Updates Secret Meeting with Delhi Controversy Sovereignty of Bangladesh Protest Shahbagh Chottor News Today Osman Hadi Dhaka University Bangladesh Politics Live Updates Inquilab Mancha Member Secretary Protests in Dhaka Today Sharif Osman Hadi Martyrdom

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ