ঢাকা, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২

হাসান

রিপোর্টার

নবম পে–স্কেল: সরকারি চাকরিদের জন্য বড় সুখবর

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ ডিসেম্বর ৩০ ১৮:০১:৫৮
নবম পে–স্কেল: সরকারি চাকরিদের জন্য বড় সুখবর

হাসান: নবম জাতীয় পে–স্কেলে সরকারি কর্মচারীদের গ্রেড সংখ্যা নির্ধারণকে কেন্দ্র করে পে–কমিশনের মধ্যে এখনও বিতর্ক চলছে। কমিশনের বিভিন্ন সদস্যের মধ্যে মতের পার্থক্য রয়েছে। মূল বৈঠক আগামী বুধবার (৩১ ডিসেম্বর) অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে ঘোষিত রাষ্ট্রীয় শোক ও সাধারণ ছুটির কারণে বৈঠকের তারিখ পরিবর্তিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

গ্রেড সংখ্যা নিয়ে মতভেদ

পে–কমিশনের একাংশের মতে, বিদ্যমান ২০টি গ্রেড অপরিবর্তিত রেখে যৌক্তিক হারে বেতন ও ভাতা বৃদ্ধি করার সুপারিশ করা উচিত। অন্যদিকে কিছু সদস্য চান, গ্রেড সংখ্যা কমিয়ে ১৬ বা ১৪টি করার প্রস্তাব রাখা হোক। তাদের যুক্তি, গ্রেড সংখ্যা বেশি থাকলে বেতনের মধ্যে বৈষম্য বৃদ্ধি পেতে পারে।

একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, গ্রেড সংখ্যা নির্ধারণে এখনও ঐকমত্য হয়নি। বৈঠকে এই বিষয়ে আলোচনা হবে এবং সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন নির্ধারণসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে।

পে–কমিশনের প্রেক্ষাপট

উল্লেখ্য, গত জুলাইয়ে নবম পে–স্কেলের প্রস্তাবনা প্রণয়নের জন্য পে–কমিশন গঠন করা হয়। কমিশনের দায়িত্ব ছিল ছয় মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়া। তবে সরকারি কর্মচারীরা ১৫ ডিসেম্বরের মধ্যে নতুন গেজেট প্রকাশের দাবি জানিয়েছেন। নবম পে–স্কেল সংশ্লিষ্ট সিদ্ধান্তের ফলাফলের দিকে সরকারি কর্মচারী ও সংশ্লিষ্টদের নজর থাকায় বিষয়টি এখন জল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ